X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতে ৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ১৬:২৪আপডেট : ২১ জুন ২০২১, ১৬:৫৭

ভারতে দৈনিক করোনা সংক্রমণ আরও কমেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৩ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৮৮ দিনের মধ্যে এটিই দেশটিতে একদিনে সর্বনিম্ন শনাক্তের ঘটনা।

সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৪২২ জনের। আগের দিন রবিবার এ সংখ্যা ছিল এক হাজার ৫৭৬। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার মৃতের সংখ্যা দেড় হাজারের নিচে নামলো। সরকারি হিসাবে, ভারতে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ১৩৫ জন। তবে ধারণা করা হচ্ছে, মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউ যখন সামলে উঠতে যাচ্ছে ভারত, সেই সময়েই দেশটিতে চোখ রাঙাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। ঠিক কবে নাগাদ আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ? কতটাই বা অনিবার্য এটি? এসব বিষয় নিয়ে শনিবার কথা বলেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর প্রধান রণদীপ গুলেরিয়া।

রণদীপ গুলেরিয়া বলেন, ‘আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার এই দেশে টিকাদান কর্মসূচি সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মধ্যে সময়ের ব্যবধান বৃদ্ধি কোনও খারাপ প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। রণদীপ গুলেরিয়া বলেন, ‘দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় ঢেউ আসার আগেই সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে কোভিড পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার ওপর নজর দিতে হবে।’

বাস্তবে এখন পর্যন্ত ভারতে টিকা নেওয়ার উপযুক্ত বিবেচিত ৯৫ কোটি মানুষের মধ্যে সম্পূর্ণ ডোজ পেয়েছেন মাত্র ৫ শতাংশ। সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস (নিমহ্যানস)-এর এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত কম বয়সীদের জন্য কোনও ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।

নারায়ণ হেলথ-এর হৃদরোগ বিশেষজ্ঞ ও কর্ণাটক রাজ্য সরকারের মহামারি মোকাবিলা টিমের উপদেষ্টা ড. দেবী শেঠী বলেন, যদি আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক বেশি হয় তাহলে আমরা প্রস্তুত নই। শেষ মুহূর্তে কিছু করা সম্ভব না। এটি একেবারে ভিন্ন সমস্যা হয়ে দেখা দেবে। কারণ ভারতে শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিট বেডের সংখ্যা খুবই কম। এটি একেবারে বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সূত্র: ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী