X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সুপারিশের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৮:৩৩আপডেট : ২১ জুন ২০২১, ১৮:৪৬

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধে সরকারি সুপারিশের প্রতিবাদ জানিয়েছে কয়েকটি সংগঠন। তারা মনে করে, সারাদেশে প্রায় পঞ্চাশ লাখ শ্রমজীবী মানুষ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিন কোটি মানুষ এর উপর নির্ভরশীল। এ কারণে ব্যাটরিচালিত রিকশা-ভ্যান বন্ধ হলে এই তিনকোটি মানুষ বিপদে পড়বে।

সোমবার (২১ জুন) পৃথক পৃথক বিবৃতিতে রিকশা-ভ্যান বন্ধের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে- 'সম্মিলিত সামাজিক আন্দোলন', ‘রিকশা, ব্যাটারি-রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ ও ‘রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন’।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ পুর্নবাসনের ব্যবস্থা না করে সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সুপারিশের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘গত ২০ জুন সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভায় সারাদেশে ব্যাটারিচালিত সকল প্রকার রিকশা বন্ধের সুপারিশ করা হয় যা জনবান্ধব নয়।’ পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সুপারিশ হতে সরে আসার জন্য আহ্বান জানান তিনি।

রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদৎ খাঁ এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘যখন ব্যাটারিচালিত রিকশা বিক্রি হলো,যন্ত্রাংশ আমদানি হলো তখন সরকার কোনও ব্যবস্থা না নিয়ে এখন দরিদ্র মানুষের রুটি-রুজি বন্ধের ঘোষণা দিয়েছে। লাখ লাখ রিকশাচালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা সম্পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারি রিকশা কিনেছে। এই রিকশা শ্রমিকদের অমানবিক শ্রম লাঘব করেছে। উপরন্তু গণপরিবহন হিসেবে এখনও দেশের শহর কিংবা গ্রামে রিকশা অপরিহার্য। এ অবস্থায় কোনও যুক্তিতেই সরকার গরিব ব্যাটারি-রিকশাচালকদের সর্বস্বান্ত করে পথে বসিয়ে দিতে পারে না।’
 
ব্যাটারি-রিকশা বন্ধের প্রতিবাদে এবং বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলতে দেওয়ার দাবিতে আগামী ২৩ জুন (বুধবার) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও মিছিল করবে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

রিকশা, ব্যাটারি-রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন এক বিবৃতিতে সারাদেশে ব্যাটারি-রিকশা ও ভ্যান চলাচল বন্ধে নেওয়া অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলকি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও  ক্ষোভ প্রকাশ করেন। এই ‘গণবিরোধী’ সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

২২ জুন থেকে সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ২৩ জুন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করা হবে বলে সংগঠনটি জানায়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা