X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাবিতে ত্রিপক্ষীয় বৈঠক শেষে আন্দোলন স্থগিত

রাবি প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৮:৪২আপডেট : ২১ জুন ২০২১, ১৮:৪৪

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন কর্মস্থলে পদায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত অ্যাডহকে নিয়োগ পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন।

ওমর ফারুক ফারদিন বলেন, ‘আমাদের দাবির বিষয়টি রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আয়েন উদ্দীন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু ভাইকে জানিয়েছি। তারা আজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। আমরাও বৈঠকে ছিলাম। সমস্যা সমাধানে আলোচনা করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি।’

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিদায়ী উপাচার্য আবদুস সোবহান শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে নিয়োগপ্রাপ্তরা এখনও যোগদান করতে পারেননি। কর্মস্থলে যোগদান করানোর দাবিতে তারা গত শনিবার ও রবিবার প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন। এতে ফাইন্যান্স কমিটির ও সিন্ডিকেটের সভা স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। 

উদ্ভূত পরিস্থিতিতে সমাধানে সোমবার ক্যাম্পাসে আসেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন– রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য  ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অন্যদিকে প্রশাসনের পক্ষে ছিলেন রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বের হয়ে আসেন স্থানীয়  আওয়ামী লীগ ও আন্দোলনকারী ছাত্রলীগ নেতারা।

প্রশাসন ভবনে সাংবাদিকদের আয়েন উদ্দীন বলেন, ‘ক্যাম্পাসে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়োগ সংক্রান্ত। নিয়োগপ্রাপ্তদের আন্দোলনের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় অবগত। তাদের নির্দেশে আমরা এখানে আলোচনায় বসেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা আন্দোলন স্থগিত করার কথা দিয়েছেন।’

এ সময় পাশে থাকা রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আমাদের মাননীয় সংসদ সদস্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে একটা সমাধান বের করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
রাবির বি ইউনিটের ফল প্রকাশ 
ছাত্রীদের মেসেঞ্জারে অপ্রীতিকর বার্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষককে ৫ বছর অব্যাহতি
রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, শতকরা ৫৩ জন ফেল
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে