X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১
এসিসিএর বৈঠকে কানিজ সুলতানা

‘এক বছরে ই-কমার্স সেক্টর ব্যাপক বিস্তার লাভ করেছে’

প্রেস রিলিজ
২১ জুন ২০২১, ১৮:৪৫আপডেট : ২১ জুন ২০২১, ১৮:৪৫

মহামারির গত এক বছরে দেশের ই-কমার্স সেক্টর ব্যাপক বিস্তার লাভ করেছে বলে মনে করেন বাটা বাংলাদেশ-এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার কানিজ সুলতানা। তিনি বলেন, এই সেক্টরে অর্ধেকই নারী। সাধারণ সময়ে যারা সামনে আসার সুযোগ পাননি সেই নারীরাই সাহস করে এগিয়ে এসেছেন। তারা পরিবার ও দেশের ইকোনোমিতে বড় অবদান রাখছেন। বাজেটে নারী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি দিয়েছে।

আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে তিনি বলেন, ই-কমার্সে সবাই উদ্যোক্তা বা বিক্রেতা, এখানে কোনও উৎপাদক নেই। তারা অন্যের বানানো পণ্য বিক্রি করেন। আমাদের দেশে উৎপাদনের বেলায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিদেশি উৎপাদনকারীরা জটিলতার কারণে আসতে চান না। দেশীয় যারা উৎপাদনকারী রয়েছে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলেপমেন্টে বিশাল ঘাটতি রয়েছে। ফলে তাদের পণ্য বিদেশি পণ্যের সামনে টিকতে পারছে না। সরকার যদি ডিজাইন, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে একটু বেশি জোর দেয় তবে আমাদেও ইন্ডাস্ট্রিগুলো অনেক ভালো করবে।

গত ১২ জুন অনুষ্ঠিত এ বৈঠকে অন্যদের মধ্যে সামিট কমিউনিকেশনসের এমডি এবং সিইও আরিফ আল ইসলাম, পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, এসিসিএ বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার-লার্নিং শাহ ওয়ালীউল মনজুর, মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান এবং বিজনেস সার্ভিস ও কমপ্লায়েন্স ম্যানেজার জিএম রাশেদ, সৈয়দা সাদিয়া আফরোজসহ এসিসিএ বাংলাদেশের মেম্বার এবং বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসিসিএ বাংলাদেশের হেড অব এডুকেশন প্রমা তাপসী খান এবং আয়োজনে সহায়তা করেন এইস অ্যাডভাইজরি এবং ট্যাক্সহাউজ বাংলাদেশ লিমিটেড।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
রাশিয়ায় বন্যা, শত শত ঘরবাড়ি প্লাবিত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি