X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ফল শুনেই হামলা, প্রাণ গেলো ভ্যানচালকের

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
২১ জুন ২০২১, ২০:৫৫আপডেট : ২১ জুন ২০২১, ২১:১১

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী সহিংসতায় আবু বক্কর ফকির (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ নিয়ে গৌরনদীতে নির্বাচনী সহিংসতা দুইজনের প্রাণ কেড়ে নিলো।

সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থক এবং খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরও দুইজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান।

বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডে সদস্যপদে ফলাফল ঘোষণা করছিলেন। এ সময় আমাকে (গিয়াস) জয়ী ঘোষণা করার সঙ্গে সঙ্গে পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের কর্মী-সমর্থকরা এসে বোমা হামলা চালায়। এতে আবু বক্করসহ তিনজন গুরুতর আহত হয়। আবু বক্করকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নির্বাচনে জয়ী প্রার্থী গিয়াস উদ্দিন ৮৬০ ভোট এবং আরজ আলী সরদার পেয়েছেন ৭৩৮ ভোট। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান ডিআইজি আক্তারুজ্জামান।

একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুপুরে প্রাণ হারিয়েছেন মৌজে আলী মৃধা (৬৫) নামের এক বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী ফিরোজ মৃধার প্রতিদ্বন্দ্বী মন্টু হাওলাদারের লোকজন জাল ভোট প্রদান করে। এর প্রতিবাদ করায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মৌজে আলী মৃধা মারা হন।

এদিকে, এ নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা