X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পা পিছলে নদীতে পড়া সেই নাবিক এখনও উদ্ধার হয়নি

মোংলা প্রতিনিধি
২২ জুন ২০২১, ২০:২৬আপডেট : ২২ জুন ২০২১, ২০:২৬

মোংলা বন্দরে জাহাজ ছাড়ার সময় পা পিছলে পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া কার্গো জাহাজের নাবিক জাবের আলীকে এখনও উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে গেলেও মঙ্গলবার (২২ জুন) দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। সোমবার (২১ জুনে) সকালে নদীতে পড়ে নিখোঁজ হন এ নাবিক। প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনও তার খোঁজ মেলেনি।

কার্গো জাহাজ এম ভি মোকসেদ (ফেনী) মাস্টার মো. আব্দুর রশিদ বলেন, গতকাল সোমবার সকালে পশুর নদীর বয়া থেকে জাহাজটি ছাড়ার সময় পা পিছলে নাবিক (লস্কর) জাবের আলী নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌপুলিশ চেষ্টা চালায়। তবে এখনও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। জাবেরের বাড়ি নড়াইল জেলার চুনখোলা গ্রামে।

অভিযোগ জানিয়ে তিনি বলেন, আজ সকালে নৌপুলিশের কয়েকজন সদস্য এসে সুকানি (ইঞ্জিন চালক) মো. রবিনের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন।

নিখোঁজ জাবের আলীকে উদ্ধার বাবদ কি-না, জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, না না ওই আমাদের ছবি-টবি ফেসবুকে দিয়েছেন বলে নিয়েছেন। যাক এসব নিয়ে আবার কিছু বইলেন না।

তবে ওই নৌপুলিশের নাম বলতে পারেননি তিনি। তাদের পোশাকে নৌপুলিশ লেখা আছে বলে জানান তিনি।

এ বিষয়ে নৌপুলিশের খুলনা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. শরিফুর রহমান বলেন, কে টাকা নিয়েছে নাম না বলতে পারলে তো মুশকিল! এরপরও আমি বিষয়টি শক্তভাবে দেখছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়