X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মিরাজের লাইভে আসবেন নোম চমস্কি

উদিসা ইসলাম
২২ জুন ২০২১, ২০:৩২আপডেট : ২২ জুন ২০২১, ২৩:১৯

‘টি-কাপ’ নামে একটি সংগঠনের ফেসবুক লাইভে আসছেন আধুনিক ভাষাতত্ত্বের জনক ও প্রখ্যাত দার্শনিক নোম চমস্কি। ফেসবুকে এই ঘোষণার পরপরই তুমুল সাড়া ফেলে দিয়েছে টি-কাপ। বাংলাদেশি এক তরুণের সঙ্গে বাংলাদেশ নিয়ে, দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে ভিডিও আলাপে আসবেন এই স্কলার। সাক্ষাৎকার নেবেন ‘টি-কাপ’ এর প্রতিষ্ঠাতা ২৪ বছর বয়সী তরুণ তানভীরুল মিরাজ রিপন। এই আয়োজন এবং চমস্কির সঙ্গে যোগাযোগের  শুরু থেকে এখন পর্যন্ত যাত্রাপথ  নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় মিরাজের।

প্রথম প্রশ্ন ছিল চমস্কিকে কোথায় পেলেন? তানভীরুল মিরাজ রিপন বলেন, ‘২০১৮ থেকে আমার যোগাযোগ। সাংবাদিকতায় পড়ার সুবাদে চমস্কির নাম শুনি, তার লেখার সঙ্গে পরিচিত হই। এরপর ই-মেইলে যোগাযোগ করি এবং আশ্চর্য করে দিয়ে  তিনি মেইলের উত্তর দেন। তারপর একাধিকবার নানা বিষয়ে ই-মেইল চালাচালি থেকে শুরু।’

কেবল আগ্রহ থেকেই ইমেইল করলেন নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল জানতে চাইলে এই স্বপ্নবাজ তরুণ বলেন, ‘আমার আগ্রহের জায়গা সাক্ষাৎকার নেওয়া। এরমধ্যে দেশ-বিদেশের প্রায় আড়াইশ’ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছি। আমি যেহেতু সাংবাদিকতার শিক্ষার্থী, গণমাধ্যম ও এর  রাজনৈতিক অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের ইস্যুগুলো নিয়ে আমার আগ্রহ ছিল। লক্ষ্য করি নোম চমস্কি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন আর কথা বলছেন নির্যাতিতের পক্ষে। তখন আমি তার সাক্ষাৎকার নেওয়ার কথা চিন্তা করি। ইতোমধ্যে ই-মেইলে তার একাধিক সাক্ষাৎকার নিয়েছি। এবার আমি ভিজ্যুয়াল সাক্ষাৎকার নিতে চাই। দীর্ঘসময় এবিষয়ে তার সঙ্গে আমার কথার পরিপ্রেক্ষিতে  তিনি লাইভে এসে কথা বলতে সম্মত হন।’

বুধবার (২৩ জুন) সকাল ১০ টায় ফেসবুক লাইভে ‘দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা ও শরণার্থী’ বিষয়ে সরাসরি কথা বলবেন নোম চমস্কি।

কিন্তু কেন চমস্কিকে বেছে নিলেন অন্য আরও অ্যাক্টিভিস্ট দার্শনিকদের মধ্য থেকে জানতে চাইলে মিরাজ বলেন, ‘আমি  গণমাধ্যম ও রাজনীতি নিয়ে ছোট একটা কাজ করেছিলাম। সেটা রিভিউ দেওয়ার জন্য উনাকে পাঠিয়েছিলাম। উনি কাজটি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং আমরা পরস্পরের কাছাকাছি আসি। লক্ষ্য করবেন চমস্কি সবসময় মানুষের জন্য কথা বলেন। ফিলিস্তিন বলেন, ভিয়েতনাম বলেন কিংবা সম্প্রতি কেরালা। তিনি নির্যাতনের শিকার মানুষদের নিয়ে বলেন। সাউথ এশিয়া নিয়ে তার কেরালার বাইরে তেমন কিছু বলা নেই। এবার আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে কথা বলতে চাই। এই সাউথ এশিয়ার যে রাজনৈতিক বাস্তবতা সেটা নিয়ে চমস্কির ব্যাখ্যা ও অবস্থান নিয়ে আলাপ তুলতে চাই। চমস্কি একবার আমাকে বলেছিলেন, আপনি যদি নির্যাতিতের পক্ষে কথা বলতে চান তাহলে তাদের অনুভব করুন, তাদের ভাষা জানতে চেষ্টা করুন। চমস্কির এই জায়গাগুলো তাকে যারা জানেন বা জানতে চান তাদের সবার সামনে আরও বিস্তারিতভাবে তুলে ধরার জন্য এই সাক্ষাৎকারের চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে মাথায় আসেনি।’

টি-কাপ কারা? উদ্দেশ্য কী জানতে চাইলে তিনি বলেন, ‘এটা চায়ের কাপ টাইপ কিছু না, টি হলো থট। আমরা চিন্তার জগতে নাড়া দিতে চাই’। তানভীরুল মিরাজ রিপন জানান, টি-কাপ একটি অলাভজনক সংগঠন। তারা দুই বন্ধু মিলে এই সংগঠনটি গড়ে তোলেন। বাংলাদেশের সম্ভাবনাসহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন সাক্ষাত্কারের আয়োজন করেন তারা। মিরাজ এখনও অনার্স শেষ করেননি। পোর্টসিটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন। সামনের আগস্টে সাংবাদিকতায় অনার্স শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে  তার নিজের মতো চিন্তার জায়গা আছে। তিনি বলেন, ইচ্ছে করে আমি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার সিদ্ধান্ত নিই। বিশ্ববিদ্যালয়  আপনার চিন্তার  জগৎ মোডিফাই করে না। আপনার স্বপ্নের পরিধি বাড়িয়ে দেয় না।  বরং তথাকথিত বড় বিশ্ববিদ্যালয়ে না পড়লে আপনি পরিচয় সঙ্কটে  ভুগতে থাকেন। সেই জায়গায় আমি নাড়া দিতেচেয়েছি এবং আমার  কাজ  আমার  স্বপ্ন নিয়ে এগিয়ে চলা দিয়ে সেটি করতেও পেরেছি বলে আমি বিশ্বাস করি। বুধবার চমস্কির লাইভে আসার খবরে সারাদেশের একাডেমিশিয়ান ও চিন্তাবিদরা ভীষণভাবে তাকে অনুপ্রাণিত করছেন বলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট