X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইউপিতে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৭৩ শতাংশ

এমরান হোসাইন শেখ
২২ জুন ২০২১, ২১:২০আপডেট : ২২ জুন ২০২১, ২১:২০

প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সোমবার চেয়ারম্যান পদে ১৭৬টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৭৩ শতাংশ। ১৭৬টি ইউপির মধ্যে ৩৬টিতে ৭০ থেকে ৮৩ শতাংশ ভোট পড়েছে। অপরদিকে ১২টিতে ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে। একইদিনে অনুষ্ঠিত এসব ইউপি নির্বাচনে ভোটের এ ব্যবধান পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ফলাফলে পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচন কমিশন ২০৪টিতে ভোটের আয়োজন করলেও ২৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। ওই ২৮টি বাদে ১৭৬টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১২০টিতে জয় পান। সবমিলিয়ে প্রথম ধাপে ১৪৮টিতে দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৪৯, জাতীয় পার্টি ৩, জাতীয় পার্টি-জেপি ৩ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টিতে চেয়ারম্যান হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সকলেই আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ইভিএমে ভোট নেওয়া ১৮টি ইউপিতে গড়ে ৬৩ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে। কাগজের ব্যালটে নির্বাচন হওয়ায় ১৫৮ ইউপিতে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮৩ শতাংশ। সবমিলিয়ে গড়ে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৭৩ শতাংশ।

বিএনপির অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত এ নির্বাচনে ২০১৬ সালের তুলনায় ভোট কম পড়েছে। ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত প্রথম ধাপের ৭১২টি ইউনিয়ন পরিষদে ভোট পড়ার হার ছিল ৭৩ দশমিক ৮২ শতাংশ।

ফলাফলে আরও দেখা গেছে, প্রথম ধাপের এ নির্বাচনে সর্বোচ্চ ৮২ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২ হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সবচেয়ে কম ভোট পড়েছে ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে। ইভিএমে অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদে ৪৯ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে। ১৭ হাজার ৪৫ ভোটের এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এ জে এম মইনুদ্দিন ৭ হাজার ২৩১ ভোট পেয়েছে চেয়ারম্যান নির্বাচিত হন।

জানা গেছে, ৭০ থেকে ৮৩ শতাংশ ভোট পড়েছে ৩৬ ইউপিতে। এর মধ্যে ৭০ থেকে ৭৪ শতাংশ ভোট পড়েছে ২৪টিতে, ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে ১০টি ও ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে ২টিতে। অপরদিকে তুলনামূলকভাবে কম ভোট পড়েছে ৪৯টি ইউনিয়ন পরিষদে। ৪৯ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে ১২টিতে এবং ৫৫ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে ৩৭টিতে। বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ৬১ থেকে ৬৯ শতাংশ ভোট পড়েছে।

ফলাফলে দেখা গেছে, তিনটি ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন- বরিশাল বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের এস, এম কাইয়ুম খান, একই জেলার চরকালেখা ইউনিয়নের মিরাজুল ইসলাম ও বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে সিদ্দিকুর রহমান। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিনটিতে জাতীয় পার্টি-জেপির প্রার্থীরা জয় পেয়েছেন। ইসলামী আন্দোলনের একমাত্র বিজয়ী প্রার্থী হেদায়াতুল্লাহ খান জয়ী হয়েছেন বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে। এ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলার ১২টিতেই স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকাভিত্তিক ভোট পড়ার হার ভিন্ন হতে পারে। দু-একটি ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ ভালো ছিল।

 

/এমআর/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া