X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরসহ ৫ জনকে দিনভর জিজ্ঞাসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ২১:২৪আপডেট : ২২ জুন ২০২১, ২১:২৪

বাংলাদেশ ব্যাংকে বর্তমানে কর্মরতএকজন নির্বাহী পরিচালক, প্রভাবশালী সাবেক দুই ডেপুটি গভর্নরসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি ধরতে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, ধারাবাহিকভাবে চলে সন্ধ্যা পর্যন্ত।

শুরুতে জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক  ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও এস এম মনিরুজ্জামান। তাদের পৃথকভাবে দুই ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। এরপর সাবেক নির্বাহী পরিচালক (ইডি) মাহফুজুর রহমান ও শেখ আব্দুল্লাহ এবং বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) শাহ আলমকে  সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। এর আগে সোমবার সাবেক ডেপুটি গভর্নরসহ অন্যদের ডেকে পাঠায় তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে তারা সোমবার কমিটির মুখোমুখি হন।

তিনটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অনিয়মের কারণ উদঘাটনে (ফ্যাক্ট ফাইন্ডিং) এই কমিটি গঠন করা হয়।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান এ কে এম সাজেদুর রহমান খান এবং কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এলে প্রশ্ন করা হয় এস কে সুর চৌধুরীকে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে করা যেসব অভিযোগ তার সবই মিথ্যা। আমার যা বলার তা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বলেছি।’ এরপর আর কোনও কথা না বলে দ্রুত গাড়িতে উঠে বাংলাদেশ ব্যাংক ভবন এলাকা ত্যাগ করেন তিনি।

সাবেক প্রভাবশালী ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান খান বলেন, ‘আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের কোনও অভিযোগ নেই। সাক্ষাতের জন্য আমাকে ডাকা হয়েছিল। এজন্য আমি বাংলাদেশ ব্যাংকে এসেছিলাম।’

সাবেক নির্বাহী পরিচালক (ইডি) মাহফুজুর রহমান বলেন,  ‘আমি সে সময় কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালন করেছিলাম, তাই আমাকে ডাকা হয়েছিল। তবে কোনও অনিয়মের সঙ্গে আমি জড়িত ছিলাম না।’

প্রসঙ্গত, আদালতের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি গঠিত এ কমিটির সভাপতি করা হয় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানকে, সদস্য সচিব করা হয় বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সারোয়ার হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হলেন— বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. কবির আহাম্মদ, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪-এর মহাব্যবস্থাপক মো. নুরুল আমীন। আর আদালত থেকে কমিটিতে রয়েছেন দুই জন। তারা হলেন সাবেক জেলা ও দায়রা জজ মহিদুল ইসলাম ও সাবেক সচিব নুরুর রহমান।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রমজানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
আদায় করা অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ
পদ্মা মিলেছে এক্সিমে, বেসিক ব্যাংক যাবে কার সঙ্গে?
সর্বশেষ খবর
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক দুর্নীতি মামলা: কারাদণ্ডের আদেশ শুনে পালিয়ে গেলেন আসামি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই