X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কিশোরের পিতৃপরিচয় নিশ্চিত করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৪:৩৩আপডেট : ২৩ জুন ২০২১, ১৪:৩৩

চট্টগ্রামের পতেঙ্গায় একটি স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করে রনি। ১৪ বছর বয়সের এই কিশোরের জন্মের আগেই তার বাবা অন্যত্র চলে যান। এরপর পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে সে, এমনকি মেলেনি পিতৃপরিচয়ের স্বীকৃতিও। তবে সম্প্রতি রনির পিতৃপরিচয় নিশ্চিত করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে সে পিতার পরিচয় নিয়ে স্কুলে তার নামও তালিকাভুক্ত করেছে।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রনির বাবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল এলাকায়। তার বাবা পুনরায় বিয়ে করে দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে বিদেশে থাকেন। সম্প্রতি স্কুলে শিক্ষার্থীদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডি কার্যক্রম বাস্তবায়নের জন্য তার পিতৃপরিচয়ের প্রয়োজন হয়, স্কুল থেকে চাওয়া হয় পিতার জাতীয় পরিচয়পত্রের কপি। তাতেই বাঁধে বিপত্তি। সেই কপি আনতে গেলে তার বাবার দিকের আত্মীয়-স্বজন তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। ক্রন্দনরত এই কিশোরের আহাজারি চোখে পড়ে এক নারীর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে বিষয়টি লিখিতভাবে জানান। এই বার্তা গ্রহণ করে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরকে জানিয়ে দেয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে কিশোরের পিতৃ পরিচয় নিশ্চিত কর‌তে ও কি‌শো‌রের অভিভাবকত্বের দায়-দা‌য়িত্ব নি‌শ্চিত কর‌তে প্রয়োজনীয় সকল উদ্যোগ নিতে নির্দেশনা দেয়।

পুলিশ জানিয়েছে, চকরিয়ার থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের তার অধনস্ত এসআই গোলাম সারোয়ারকে দায়িত্ব দেন। সেই সঙ্গে তিনি নিজেও বিষয়টি দেখভাল করতে থাকেন। এসআই গোলাম সারোয়ার সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেন। তদন্তে ওই কিশোরের পিতৃপরিচয় নিশ্চিত হয় পুলিশ। এরপর, উভয়পক্ষের সম্মতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধির সহায়তায় কিশোরের পিতৃপরিচয়ের বিষয়টি সমাধান হয়।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
মাদকাসক্তদের আলোর পথ দেখাচ্ছে ওয়েসিস
ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে ৩ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, ডিবির ৭ সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার