X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

এবার ছাত্র ইউনিয়ন থেকেও বহিষ্কার হলেন পিরেগু

ঢাবি প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৯:২১আপডেট : ২৩ জুন ২০২১, ১৯:৩৪

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মিখা পিরেগুকে গত বছরের ডিসেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভা। পরে সে ঘটনায় ছাত্র ইউনিয়নের জাবি শাখার সভাপতির পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব না পেয়ে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটি থেকেও তাকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তথ্য গোপনে সহযোগিতা করার অভিযোগে জাবি শাখার সাবেক সভাপতি নজির আমিন জয়ের সদস্যপদও স্থগিত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৩ ডিসেম্বর জাবি থেকে আজীবন বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে গোপন করেন মিখা পিরাগু। ঘটনার দুই মাসেরও বেশি সময় পরে ২৩ ফেব্রুয়ারি গণমাধ্যমের খবরে কেন্দ্রীয় কমিটির নজরে আসে বিষয়টি। পরে এ ঘটনায় ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ তাকে সভাপতির পদ হতে অব্যাহতি প্রদান করে।

পরে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ২৪ ফেব্রুয়ারি মিখা পিরেগুকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, নোটিশের জবাবে তিনি মৌখিকভাবে জানান তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন। কেন্দ্রীয় সংসদ তাকে রিভিউ আবেদনের দলিলাদি এবং তার নির্দোষ হওয়ার প্রমাণ কেদ্রীয় সংসদ বরাবর দাখিল করতে বলে। কিন্তু তিনি বিগত চার মাসও তা দাখিল করেননি। তাকে এই ঘটনায় পুনরায় কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হলও তিনি কোনও উত্তর দেননি।

নোটিশের জবাব না পেয়ে গত ১২ জুন মিখা পিরেগুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি। পরে ১৪ জুন তাকে আরও ৭২ ঘণ্টায় সময় দিয়ে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। এরও জবাব না পেয়ে সংগঠনের গঠনতন্ত্রের ৫৬(গ) ধারা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে মিখা পিরগুকে স্বাক্ষর জালিয়াতির তথ্য গোপনে সহযাগিতা করায় কেদ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সদস্যপদ স্থগিত করা হল।

অপরদিকে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সংগঠনের ৪০তম জাতীয় সম্মেলনে মিখা পিরেগুর ছাত্রত্ব এবং তার অনিয়মের বিষয় আলাপ হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি নজির আমিন চৌধুরী জয় মিখা পিরেগুর অনিয়ম এবং ছাত্রত্ব বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করে বিষয়টি সমাধান করা হয়েছে বলে বিগত কেদ্রীয় কমিটির সভাপতিকে অবহিত করেন। নজির আমিন চৈধুরী জয় মূলত মিখা পিরগুকে জালিয়াতির তথ্য গোপন সহযোগিতা করছেন বলেই কেদ্রীয় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিষয়ে জানতে মিখা পিরেগুর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০