X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলার ঘটনা ভুয়া, দাবি ব্রিটেনের

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ২০:১৩আপডেট : ২৩ জুন ২০২১, ২০:২২

কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে রাশিয়ার সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দু’দেশের মধ্যে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজটি রুশ জলসীমায় প্রবেশ করে। তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, রাশিয়া মিথ্যা নাটক সাজিয়েছে। সেখানে গুলি বা বোমা ছোড়ার কোন ঘটনাই ঘটেনি।

রাশিয়া বলছে, বুধবার (২৩ জুন) কৃষ্ণ সাগরে তাদের জলসীমায় প্রবেশ করে ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’। ফাঁকা গুলি ছুড়ে সতর্কবার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ জাহাজ। কিছুক্ষণের মধ্যে যুক্ত হয় মস্কোর যুদ্ধ বিমান। নিজেদের জলসীমা ছেড়ে যেতেই গুলি ছুড়ে সংকেত পাঠানোর দাবি করে দেশটিতে। এমন খবর ফলাও করে প্রকাশ হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোতে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় মস্কোর দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কোন ধরনের গুলির ঘটনা ঘটেনি। নিজেদের জাহাজটি ইউক্রেনের জলসীমায় ছিল বলেও দাবি দেশটির। বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস জানান, আমাদের যুদ্ধ জাহাজ আন্তর্জাতিক জলসীমানাতেই অবস্থান করছিলো। একই সময়ে ওই অঞ্চলে বন্দুক মহড়া হয় রাশিয়ার। কিন্তু আমাদের জাহাজ লক্ষ্য করে ফাঁকা গুলি অথবা বোমা ছোড়া হয়নি’।

এর আগে রাশিয়া দাবি করে, ওই অঞ্চলে সতর্কতামূলক গুলির পরে এইচএমএস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে জলসীমা ত্যাগ করে। ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটে। একটি টহল জাহাজ দু'বার গুলি চালায় এবং এসইউ ২৪-এম জেটটি সেখানে চারটি বোমা ফেলে।

ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে তলব করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০১৪ সালে রাশিয়া জোর করে ক্রিমিয়া দখলে নেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও স্বীকৃতি দেয়নি।

/এলকে/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী