X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সৌম্যর বাদ পড়ার কারণ জানা গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২১:০১আপডেট : ২৩ জুন ২০২১, ২১:০১

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়ে সৌম্য সরকার আছেন কেবল টি-টোয়েন্টি দলে। মূলত টিম ম্যানেজমেন্ট চায়নি বলেই সৌম্যকে ওয়ানডে দলে রাখতে পারেনি নির্বাচক কমিটি। আজ (বুধবার) দল ঘোষণার পর এমনটাই জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

চলমান ঢাকা লিগে ২ হাফসেঞ্চুরিতে সৌম্যর রান ২৯০। কুড়ি ওভারের এই লিগে খুব যে ভালো পারফরম্যান্স, তা নয়। তারপরও সৌম্যকে এই ফরম্যাটের জন্যই বিবেচনা করছেন নির্বাচকরা। যদিও ওয়ানডে ফরম্যাটের সৌম্যর থাকার সুযোগই হয়নি। টিম ম্যানেজমেন্টের চাওয়াতে বাদ পড়তে হয়েছে হার্ডহিটার এই ব্যাটসম্যানকে।

সৌম্যর ওয়ানডে থেকে বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের একটা চাওয়া ছিল, বাড়তি একজন বাঁহাতি স্পিনার দেওয়ার। সেটা চিন্তা করে বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে। যে কারণে সেখান থেকে সৌম্যকে আমরা সরিয়েছি। তার জায়গায় মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সোহানকে (নুরুল হাসান) এনেছি।’

এদিকে প্রতিটি সিরিজে টেস্ট দলের সঙ্গে থাকলেও এখনও ম্যাচ খেলা হয়নি ইয়াসির আলীর। তারপরও ইয়াসিরকে তৈরি রাখতেই মূলত স্কোয়াডে নিয়েছেন নির্বাচকরা। নান্নুর ভাষায়, ‘ইয়াসির আলীকে আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে বড় পরিসরের ক্রিকেটের জন্য তৈরি করা হচ্ছে। আমাদের প্রধান কোচ ওকে নিয়ে খুব আত্মবিশ্বাসী। ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না। যারা ভালো খেলছে ওদের বাদ দিয়ে তো আর খেলানো যায় না। যেহেতু পাইপলাইনে আছে, যেকোনও সময় খেলার একটা সুযোগ আসবে। ওকে তৈরি করাও খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দলের সঙ্গে রাখা। ’

এদিকে নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটে নিয়মিত থাকলেও জিম্বাবুয়ে সিরিজে কেবল সুযোগ হয়েছে টেস্ট দলে। টপ অর্ডার এই ব্যাটসম্যানের সময় খারাপ যাচ্ছে বলেই কেবলমাত্র টেস্ট দলে সুযোগ পেয়েছেন, জানালেন নান্নু, ‘শান্ত তিন সংস্করণেই আমাদের পুলে আছে। কিছু সময় ওর খারাপ গিয়েছিল এজন্য ওকে বাকি দুই ফরম্যাটে বাইরে রেখেছি আমরা। ও (শান্ত) আমাদের টেস্ট দলে আছে। আশা করছি, ফর্মে ফিরলে ওকে খুব তাড়াতাড়ি সাদা বলের ক্রিকেটেও যুক্ত করা যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন