X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার বাস ছাড়া সবই চলে ঢাকা-সাইনবোর্ড সড়কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১১:৪৬আপডেট : ২৪ জুন ২০২১, ১১:৪৬

যাত্রীবাহী গণপরিবহন থেকে শুরু করে সব কিছুই চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে ঢাকার গুলিস্তান সড়কে। সড়কটির দুই পাশের দুটি পয়েন্টে ‍পুলিশের চেকপোস্টের চিহ্ন দেখা গেলেও কোনও পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এই সড়কে চলাচলরত প্রতিটি যানবাহনই সব আসনে যাত্রী নেওয়ার পাশাপাশি দাঁড়িয়েও পরিবহন করছে। ভাড়াও নিচ্ছে ৬০ শতাংশ বেশি। লকডাউনের তৃতীয় দিন সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোড, সাইনবোর্ড, শনিরআখড়া এলাকা ঘুরে দেখা গেছে, নারায়ণগঞ্জ এলাকা থেকে যাত্রীবাহী গণপরিবহন ঢাকায় প্রবেশ করছে। ব্যক্তিগত গাড়িতেও আসছে মানুষ। চেকপোস্টগুলোতে কোনও পুলিশ নেই। কোথাও কোনও বাধাও দেওয়া হচ্ছে না। সড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা হাত বাড়ালেই পরিবহনে ওঠতে পারছেন। তবে এসময় বহু মানুষকে পায়ে হেঁটেও ঢাকার দিকে আসতে দেখা গেছে।

তাদের একজন নাজমুল হাসান। তিনি জানান, নোয়াখালী থেকে বাবার চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন। কিন্তু দূরপাল্লার কোনও বাস না পাওয়ায় কয়েক দফা পথ ভেঙে ঢাকায় আসেন। কখনও সিএনজি আবার কখনও লেগুনায় ওঠেন। আর চেক পোস্টগুলো হেঁটে পার হয়েছেন।

নাজমা আক্তার নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, অফিস পল্টনে। থাকি নারায়ণগঞ্জে। এখন দেখি লকডাউন। অফিসও খোলা। তাহলে কীভাবে চাকরি করবো? আগে তো অফিস বন্ধ করতে হবে। না হয় আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। তিনি জানান, তার মতো শতশত কর্মজীবী ঢাকায় অফিস করেন, কিন্তু থাকেন নারায়ণগঞ্জে।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট