X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

টানা দুদিন পর বড় উত্থান পুঁজিবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৭:০৩আপডেট : ২৪ জুন ২০২১, ১৭:০৩

বড় পতনের একদিন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুন) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচক পতন হলেও শেষ দুই ঘণ্টায় ব্যাংক ও বিমা খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের বড় উত্থান হয়। এতে সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর আগের দুদিন পুঁজিবাজারে দরপতন হয়েছে। এর মধ্যে বুধবার (২৩ জুন) করোনার প্রকোপ বৃদ্ধি, কালো টাকা বিনিয়োগের সুবিধা নিয়ে নানা গুজব এবং ব্যাংকগুলোর জুন ক্লোজিংয়ের কারণে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শেয়ার বিক্রির চাপ ছিল বেশি। ফলে এই সময়ে সূচক পতন হয়েছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টে চলে আসে। এরপর সূচক উঠানামার মধ্য দিয়ে বেলা ১২টা পর্যন্ত চলে লেনদেন।

তবে বেলা ১২টার পার থেকে ২টা পর্যন্ত লেনদেন হয় সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে। এতে দিন শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪০০ কোটি টাকা।

আগের দিনের চেয়ে বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক চার দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৮৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৫৬৯ টাকা।

/জিএম/এমআর/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা