X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন ঘিরে বিএনপির যত উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২১:২৪আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চিন্তা-ভাবনা শুরু করেছে বিএনপি। দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে সরকারের ওপর চাপ দিতে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছেন দলটির শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, আগামী নির্বাচন দলনিরপেক্ষ সরকারের অধীনে ও তাতে সিনিয়র রাজনীতিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের পরিকল্পনা রয়েছে দলটির। এরই অংশ হিসেবে বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের যোগাযোগ করেছেন দলটির প্রভাবশালী এক নেতা।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যুগপৎ কর্মসূচিতে যেতে চায় বিএনপি। এ কারণে ইতোমধ্যে অন্যান্য নির্বাচন বর্জন করতে শুরু করেছে দলটি।

যোগাযোগ শুরু

বিএনপির সঙ্গে যোগাযোগ হয়েছে- এমন একাধিক দলের নেতারা বাংলা ট্রিবিউনকে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও সার্চ কমিটি গঠন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, বড় প্রকল্পে দুর্নীতিসহ কয়েকটি ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। এসবের প্রাথমিক অংশ হিসেবেই বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করে যুগপৎ আন্দোলন করতে আগ্রহী দলটির শীর্ষনেতারা।

এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঐক্যের মধ্য দিয়ে সরকারকে পিছু হটতে বাধ্য করা হবে। এটা করতে পারলেই ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভব।’

‘দেশের মানুষ দেখতে চায়, বিরোধী রাজনৈতিক দলগুলোর নীতি-আদর্শের যতটুকু পার্থক্য আছে, তা রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করবে।’ এমনটা বলেন সাইফুল হক।

তিনি আরও বলেন, ‘যদিও কার্যকরী উদ্যোগ দেখা যাচ্ছে না। তথাপি দলীয়ভাবে এ ব্যাপারে ভূমিকা রাখার চেষ্টা করছি। বাম গণতান্ত্রিক জোটকেও রাজপথের আন্দোলনে কীভাবে যুক্ত করা যায়, সে আলোচনা করছি।’

দীর্ঘদিন ধরে বৃহত্তর ঐক্যের কথা বলে আসছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের বিকল্প নেই। জনগণকে সংঘটিত করতে হবে। বৃহত্তর ঐক্য দরকার।’

সাকি আরও বলেন, ‘একটা নির্বাচন পেতে হলে রাষ্ট্রের গুণগত রূপান্তর দরকার। অন্তত তিনটি নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনে না হলে এ রূপান্তর কঠিন। ক্ষমতাসীন দল এই রূপান্তরে আসছে না। এজন্যই বৃহত্তর ঐক্য দরকার।’

কমিশন গঠনে ঐক্যের চেষ্টা বিএনপির

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের প্রভাবশালী একটি সূত্রের ভাষ্য, আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়া নির্বাচন কমিশন পুনর্গঠন প্রক্রিয়াকে সামনে রেখে উদ্যোগী হয়েছে বিএনপি। সার্চ কমিটি গঠনেও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় রাখার চেষ্টা চলছে। ২০১৬ সালে কমিশন গঠনেও অপরাপর দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক ঐক্য সৃষ্টির চেষ্টা করেছিল বিএনপি। যা ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে ভূমিকা রেখেছিল। এ বছরও সেই প্রক্রিয়ায় সার্চ কমিটি ও কমিশনের সম্ভাব্য নাম প্রণয়নের চিন্তা আছে দলের শীর্ষ নেতাদের।

যদিও এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলছেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও দলীয় পরিকল্পনা নিয়ে এখনও আলোচনা হয়নি।’

‘কনভিন্সড’ হবে প্রগতিশীলরা

স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতকে আলাদা রাখার পক্ষে দলটির নেতৃত্ব। এতে প্রগতিশীল দলগুলো ‘কনভিন্সড’ হবে বলে মনে করেন স্থায়ী কমিটির একাধিক সদস্য।

সমমনা একটি বিরোধী দলের অন্যতম প্রধান নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে জামায়াত ইস্যুটিকে সাইডে রাখার বিষয়টি বলা হয়েছে। দলটির শীর্ষ নেতাদের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, তাতে মনে হচ্ছে বিষয়টি তারা উৎরে যাবে।’

স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘জামায়াত ইসুর একটা সুরাহা হয়েছে। আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য এ বিষয়ে বক্তব্য দেওয়ার পরই সব স্পষ্ট হবে।’

বোঝাপড়া শুরু

বাম জোটের শীর্ষ এক নেতা জানান, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়ার চেষ্টা শুরু হয়েছে। বিশেষ করে, আসন্ন নির্বাচনে সংসদীয় আসনকে কেন্দ্র করে বিরোধী পক্ষগুলোকে সামলে নিতে চায় ক্ষমতাসীনরা।

বাম গণতান্ত্রিক জোটের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “মহামারিকে বিবেচনায় রেখে আশা করছি, এ বছরের মধ্যেই পুরো বিষয়টি একটি রূপরেখা পাবে। আলোচনা চলছে। প্রক্রিয়াটিকে অন্তত ‘বোঝাপড়ার ঐক্য’ পর্যায়ে আনতে পারবো বলে বিশ্বাস রাখি।”

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন