X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২১, ২১:৫৪আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৫৪

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে হাসান গাজী (৩০) নামে এক ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বরিশালের শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর দেড়টায় দিকে কলাপাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় আল-মদিনা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহত হাসান চাকামইয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা চিকিৎসক কামরুন্নাহার মিলি বলেন, হাসানের দুই হাতের কব্জির রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই–বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসান গাজীর বাবা খালেক গাজী বলেন, হাসানকে নিয়ে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থামিয়ে হাসানকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ১০-১২ জন যুবক। এ সময় বাধা দিলে আমাকেও মারধর করা হয়। তারা সবাই টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শিবু মীরার অনুসারী। মীরার নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। দুই মাস আগে আমার বাড়ি এসে মীরার স্ত্রী এলিজা বেগম হুমকি দিয়ে বলে গেছে চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবিরকে সমর্থন দিলে ছেলের রগ কেটে দেবে।

চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, বুধবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসান গাজী আমার পক্ষে স্লোগান দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান মশিউর রহমানের অনুসারীরা তার নির্দেশে হাসানের রগ কেটে দিয়েছে। মীরার পঞ্চম স্ত্রী এলিজা বেগম আমার ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করবে। এজন্য আমার সমর্থকদের ওপর বারবার হামলা চালায় মীরার অনুসারীরা।

চেয়ারম্যান মশিউর রহমান শিবু মীরা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। কাউকে কোপানোর নির্দেশ দিইনি। শুনেছি ওই ছেলেদের সঙ্গে পূর্বশত্রুতার জেরে হাসানকে কুপিয়েছে। চেয়ারম্যান হুমায়ূন কবিরের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনপ্রিয়তা কমে গেছে। আমার স্ত্রী ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করবে। এজন্য আমি ও আমার স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান হুমায়ূন কবিরের সমর্থক হাসান গাজীকে কুপিয়েছে চেয়ারম্যান মশিউর রহমানের অনুসারীরা। কেন কুপিয়েছে তা জানা যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এএম/
সম্পর্কিত
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ