X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভবন ধস, এখনও ৫১ জন নিখোঁজ

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ২২:৩২আপডেট : ২৪ জুন ২০২১, ২২:৩৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২ তলা আবাসিক ভবন ধসের পর এখনও অর্ধশতাধিক লোকের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের খোঁজে ধ্বংসস্তূপে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ।

বৃহ্স্পতিবার মিয়ামি-দাদে কাউন্টির ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ আছড়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দমকল বাহিনীর ৮০টি গাড়ি যোগ দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার সময় ভবনে কতজন মানুষ ছিলেন তা নিশ্চিত করতে পারছে না কেউ।

ভবনটি ১৯৮০ সালে নির্মাণ করা হয়। সেখানে ১শ’ ৩০টি ইউনিট ছিল। কর্তৃপক্ষ বলছে, পুরো আবাসিক ভবনটি ধসে পড়নি। একাংশ ধসে আছড়ে পড়েছে। ধ্বংস্তূপ থেকে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কাউন্টি কমিশনার জোসে দিয়াজ বিশ্বাস করেন, ৫১ জন বাসিন্দা ভবনটিতে রয়েছে। যাদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফ্লোরিডা রাজ্যের গভর্নর রন ডেনসান্তিস বলেন, আমরা খুবই খারাপ একটা ঘটনার মুখোমুখি হয়েছি। জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে’।

ভবনটির বাসিন্দা মেজিল সংবাদমাধ্যম মিয়ামি হার্ল্ডকে বলেন, হঠাৎ করেই বিকট শব্দ হয়। মনে হচ্ছিল ভূমিকম্প শুরু হয়েছে’। অন্যজন জানান, ভবনটি কাঁপুনি দিয়ে উঠে। বাড়ির জানালায় তাকালে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিলো ঝড় অথবা কিছু একটা আসছিলো।

নিরাপত্তার স্বার্থে আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তেভেজ
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…