X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নও মুসলিম ফারুক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১৬:২৪আপডেট : ২৫ জুন ২০২১, ১৭:৩৮

বান্দরবানের রোয়াংছড়ির তুলাছড়ি আগাপাড়া জামে মসজিদের ইমাম নওমুসলিম মো. ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুন) জুমার নামাজ শেষে কাঁঠালতলী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনরূপায় এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা।

বক্তারা বলেন, ওমর ফারুককে যারা গুলি করে হত্যা করেছে, আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। কেউ খুন হলে সরকারের দায়িত্ব হচ্ছে খুনিদের আইনের আওতায় নিয়ে আসা। ওমর ফারুক হত্যার বিচারের জন্য আমাদের আজকে রাজপথে দাঁড়াতে হচ্ছে কেন? সরকার কেন তার খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।

তারা আরও বলেন, ওমর ফারুকের প্রতিষ্ঠিত মসজিদ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেখানে ইমাম নিয়োগ করে পুনরায় নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। ওই এলাকায় বসবাসকারী মুসলমানদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সভাপতি সাব্বির আহমেদ বলেন, ওমর ফারুককে জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। মুসলিম হওয়াটাই ছিল তার অপরাধ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. হাবিব মিয়া।

উল্লেখ্য, গত ১৮ জুন বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নওমুসলিম মো. ওমর ফারুক। ওমর ফারুক আগে খ্রিষ্টান ধর্ম পালন করতেন। পরে পরিবারসহ মুসলিম হয়েছিলেন। মুসলিম হওয়ার পর থেকে তিনি মসজিদে ইমামতি করতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে, বাকিরা লেখাপড়া করে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা