X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২১, ২০:০৭আপডেট : ২৫ জুন ২০২১, ২০:০৯

কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মূল হোতা এয়াকুবসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জোরারগঞ্জ, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার (২৫ জুন) বিকালে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি রুহুল আমিন।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

গ্রেফতার তিনজন হলেন বাকলিয়া থানাধীন আব্দুল লতিফহাট এলাকার মো. ইসলাম সওদাগরের ছেলে মো. এয়াকুব (৫০), বলিরহাট এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. ওসমান আলী (৩৫) ও একই এলাকার মুন্সী মিয়ার ছেলে মো. মাসুদ আলম (৩৬)।

ওসি রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করার পর বৃহস্পতিবার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ঘটনার মূল হোতা এয়াকুবকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওসমান ও মাসুদ আলমকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।

গত ১১ জুন বাকলিয়া থানার কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটখোলা রোডের বড় মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে ‘বিনামূল্যে কবর দেওয়া হয়’ লিখা সাইনবোর্ড লাগাতে গেলে এয়াকুবসহ আসামিরা হামলা চালায়। ওই দিন দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ ও নয়জন আহত হন।

/এএম/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়