X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিউজিক শেখার ই-প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’

দায়িদ হাসান মিলন
২৫ জুন ২০২১, ২২:৪৭আপডেট : ২৫ জুন ২০২১, ২২:৪৭

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বেড়েছে ই-লার্নিংয়ের গুরুত্ব এবং জনপ্রিয়তা। এর মাধ্যমে বাংলাদেশের বাজারে নিজেদের সম্প্রসারিত করার সুযোগ পেয়েছে বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্ম।

বেসিক অ্যাকাডেমিক শিক্ষা প্রদানের পরিবর্তে বাংলাদেশের অনেক ই-লার্নিং প্ল্যাটফর্ম এমন সব কোর্স অফার করছে, যেগুলোর মাধ্যমে টেকনিক্যাল ও কগনিটিভ স্কিল অর্জন করা যায়। তেমনই একটি প্রতিষ্ঠান মেথড মেলোডি। মিউজিকের প্রতি আবেগের জায়গা থেকে করোনা মহামারির মধ্যে অর্ক নেওয়াজ মাহমুদ চালু করেছেন মেথড মেলোডি নামের প্ল্যাটফর্ম।

মেথড মেলোডি মূলত মিউজিক শিক্ষার অনলাইন-ভিত্তিক একটি প্রতিষ্ঠান।  ২০২০ সালের আগস্টে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। জান্নাতুল ফেরদাউস তানিকে সঙ্গে নিয়ে অর্ক নেওয়াজ মাহমুদ চালু করেন ব্যতিক্রমী এই প্ল্যাটফর্মটি। মেথড মেলোডি ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পীদের কাছ থেকে যেকোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিষয়ে শিক্ষা নেওয়া যাবে।  মিউজিক সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারা পছন্দের মিউজিশিয়ানের কাছ থেকে যেকোনও ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন।

প্রতিষ্ঠান সম্পর্কে মেথড মেলোডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অর্ক নেওয়াজ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটছে।  আমাদের অ্যাকাডেমিক অনেক কিছু অনলাইনে পাওয়া যাচ্ছে সহজেই।  এখন ই-লার্নিং প্ল্যাটফর্ম সবাই ভালোভাবে গ্রহণ করছে। ধীরে ধীরে ক্ষেত্রটির উন্নতি হচ্ছে এবং আমি নিশ্চিত আগামী দিনগুলোতে ই-লার্নিং প্ল্যাটফর্মের প্রতি মানুষ আরও বেশি ঝুঁকবেন।’ 

বর্তমানে মেথড মেলোডির ১৭৪টি লেসন চালু রয়েছে।  এসব লেসন পরিচালনা করছেন দেশের ৮ জন খ্যাতনামা শিল্পী। তাদের মধ্যে আছেন— ওয়ারফেজের ইব্রাহিম আহমেদ কামাল, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্তা, অ্যাভয়েড রাফার রায়েফ আল হাসান রাফা ও ফয়সাল আহমেদ তানিম, অর্থহীনের শিশির আহমেদ ও ফাহিম, ওয়ারফেজের সামির হাফিজ এবং আরবোভাইরাসের নাফিজ আল আমিন।

এখন পর্যন্ত মেথড মেলোডি তাদের প্ল্যাটফর্মে ১১টি কোর্স অফার করছে।  মিউজিক শিক্ষা সম্পর্কে অর্ক নেওয়াজ মাহমুদ বলেন, ‘প্রথাগত শিক্ষার পাশাপাশি তরুণদের মিউজিক শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা প্রয়োজন। আমাদের প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পছন্দের সময়ে মিউজিক শেখার সুযোগ রয়েছে। যেন তাদের অ্যাকাডেমিক বা অন্যান্য কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়।  আমরা এরই মধ্যে যথেষ্ট সাড়া পেয়েছি।  বিশেষ করে আর্টিস্টদের কাছ থেকে। আমরা ক্যামেরায় যেমন দেখি, এখানে তারা একেবারেই ভিন্ন।  তাদের সঙ্গে কাজ করে মজা পাচ্ছি

প্ল্যাটফর্মটির ওয়েব ঠিকানা https://www.methodmelody.com/। আর ফেসবুক পেজে পাওয়া যাবে এই ঠিকানায় https://www.facebook.com/MethodMelodyOfficial

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি