X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিয়ার খেতে দেন, মদ খেতে দিয়েন না: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৯:০৩আপডেট : ২৬ জুন ২০২১, ১৯:০৩

দেশে মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মাদক মুক্ত দিবস উপলক্ষে ‘মাদক প্রতিরোধে জনসচেতনতার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বারগুলোতে মদ খেতে না দিয়ে শুধু বিয়ার খেতে দেওয়ার পরামর্শ দেন তিনি।

জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, সরকারকে মাদক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে হলে সিগারেটের দাম বাড়াতে হবে। ট্রাক ড্রাইভাররা মদ খেয়ে ট্রাক নিয়ে রওয়ানা হয় বলে সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই এসব থেকে বাঁচতে হলে সবার প্রচেষ্টা প্রয়োজন। এসব পণ্যের দাম বৃদ্ধি করে তা হাতের নাগালের বাইরে নিতে হবে।

তিনি আরও বলেন, পরিবার সচেতন না হওয়ায় এবং সরকারের ভুল সিদ্ধান্তের কারণে সমাজে কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে। বারো, চৌদ্দ, আঠারো বছর বয়সের ছেলে-মেয়েরা খুন খারাবিতে যুক্ত হয়ে পড়েছে। এসব প্রতিরোধে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের জনসচেতনতা। আমাদের পরিবারকে এসব ব্যাপারে ভূমিকা রাখতে হবে।

মাদক বেড়ে যাওয়ার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে ডা. জাফরুল্লাহ বলেন, তাদের পরিকল্পনার অভাব। সরকার এবারের বাজেটে সবকিছুর দাম বৃদ্ধি করলেও সিগারেট-মদের দাম বৃদ্ধি করেনি। সরকার বাস্তববাদী না হয়ে ডোপ টেস্টের সিদ্ধান্ত নিলেই শুধু হবে না। চাকরিতে প্রবেশের আগে সেই ব্যক্তি ধূমপায়ী কিনা সেটিও পরীক্ষা করতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, কেন আজ পরীমণি তৈরি হচ্ছে? কেন তাকে বা তার মত নারীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন? সরকার বারগুলো ওপেন করে দিয়েছে। সেখানে বিয়ার খেতে দেন, মদ খেতে দিয়েন না। কারণ বিয়ারে মাত্র তিন শতাংশ মদ (অ্যালকোহল) থাকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগে. জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম প্রমুখ।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
‘দেশকে অনেক কিছু দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী’
চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া