X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বিংশ শতাব্দীর ফরাসি কবিতা ।। পর্ব-এক

করেছি নোঙর... ও অন্যান্য ।। ফিলিপ দনিস

অনুবাদ: জাকির জাফরান
২৭ জুন ২০২১, ১৩:৪৪আপডেট : ২৭ জুন ২০২১, ১৪:০৫

ফিলিপ দনিস (Filippe Denis) ১৯৪৭ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীতে যে কয়জন কবি ফরাসি কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, দনিস তাদেরই একজন। আন্তর্জাতিক অঙ্গনে তেমন নামডাক না থাকলেও কবিতায় স্বকীয়তার জন্য ফরাসি সাহিত্যে তার অবস্থান দৃঢ়। তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় ও বেনিংটন কলেজে ফরাসি সাহিত্যে শিক্ষকতা করেন। ১৯৭৯ সালে উইস্কন্সিন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত পত্রিকা Sub-Stance-এর সমকালীন ফরাসি কবিতার উপর একটি বিশেষ সংখ্যা সম্পাদনাও করেন। এমিলি ডিকেনসন, মেরিয়ানে মূর ও সিলভিয়া প্লাথ-সহ কয়েকজন আমেরিকান কবির কবিতা অনুবাদ করেছিলেন ফিলিপ দনিস। Cabier d’ombres(1974), Les Cendres de la voix (1975), Malgre la bouche(1977) ও Revif (1978) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। পল অস্টার-এর ইংরেজি অনুবাদ থেকে কবিতাগুলো বাংলায় ভাষান্তর করা হয়েছে।


পৃথিবী...

পৃথিবী—আমি যেন ঢুকেছি কোথাও
যেখানে থাকতে পারে না কেউই

(সূর্যসিক্ত স্বীকারোক্তি... বাতাসের বিরুদ্ধে)

কোনো মাতাল নক্ষত্রের প্রলোভন
একদিন আকাশ ও সত্তার মাঝখানে
একমাত্র প্রহেলিকা হবে...

শূন্যস্থান,
এই দেহ নিয়ে আমি মিশে যাই যেখানে।


ইতোমধ্যে

ইতোমধ্যে, পৃথিবীটা বহু বহু পেছনে—
আমাদের প্রত্যেকের
মৃত আত্মার আবির্ভাবের মতো।

তাড়াহুড়ো আমাদের বয়ে নিয়ে যায়,
অন্য কোথাও নয়
আমাদের ধাবিত করে শুধু ভবিষ্যের দিকে।

মন্থরতার গাড়ি
(শীতের তীব্র তির্যকতার মধ্যে)

কোনো চিত্রকল্প হুঙ্কার ছাড়ে যেখানে।


একটি নক্ষত্র

একটি নক্ষত্র,
ঐখানে—
জীবন থেকে ছিটকে বেরোনো
প্রতিটি প্রাণোচ্ছল জিনিসের
অ-বসবাসযোগ্য
অন্তরে।

ব্যথা
ক্ষরিত হয়
শুভ্রতায়,
রক্ত সঞ্চালন করে
নিয়ে আসে ভ্রমণের দ্রুততার ভিতরেও

(জলের বিস্তীর্ণ সড়কে)


করেছি নোঙর...

নোঙর করেছি তোমার রক্তে,
তোমারই ঘুমের রেখে যাওয়া
শূন্য গহ্বর,
এখন নিঃশ্বাস নেয়
তোমারই জন্য—

(শেষতম নক্ষত্রগুলোর মধ্য দিয়ে
বায়ু বয়)

পোষা মোরগ
ফেলে যায় জঞ্জাল
ঘোড়ার প্রান্তরে থুথু ছিটানোর শব্দ—

পথ ফুলে ওঠার আগেই
—তোমার কব্জির
ধমনীর মতো।


বেঁচে থাকা...

যে-ভাবে নিঃশ্বাস নেয় কেউ
সেইভাবে বেঁচে থাকা,
সরে যাওয়া
কারো জীবনের সম্মুখভাগে—

আমরা যেখানে পৌঁছুই
দিবসের অভ্যন্তর থেকে তা আবির্ভূত হয়
ঝঞ্ঝার মতোই,

আর অন্ধ করে
আমাদের নিঃশ্বাস।


প্রজাপতি বিষয়ক...

প্রজাপতির পাখনায়—খোদিত,
ধুলোর ভারসাম্য
ফুটে থাকে—

বর্ণমালা
আর পুস্প
আগমনী বার্তা দেয়
তোমার দুঃখের নব অধ্যায়ের—

(যখন পপি বীজ
সেলাই করে তার টকটকে লাল ক্ষত)

/জেডএস/
সম্পর্কিত
প্রিয় দশ
প্রিয় দশ
ইচ্ছা
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!