X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের হেফাজতে নির্যাতিত হয়েছিলেন মার্কিন সাংবাদিক

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ০৪:২৪আপডেট : ২৮ জুন ২০২১, ০৪:২৪
image

মিয়ানমারে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকার সময় নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন মার্কিন সাংবাদিক নাথান মং (৪৪)। তিন মাস আটক থাকার সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘুষি, চড় মারা ছাড়াও লাঠি দিয়ে পিটিয়েছে বলে জানান তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছেন এই সাংবাদিক। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অনলাইন নিউজ প্লাটফর্ম কামায়ুত মিডিয়ার এডিটর-ইন-চিফ নাথান মংকে গত ৯ মার্চ আটক করা হয়। ১৫ জুন মুক্তি পান তিনি। তিনি জানিয়েছেন এখনও আটক থাকা তার সহকর্মী হানথার নাইয়েনকে আরও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। তবে এসব নির্যাতনের কথা অস্বীকার করেছেন জান্তা সরকারের মুখপাত্র।

নাথান মং বলেন, ‘প্রথম তিন-চার দিন ছিলো খুব খারাপ। বেশ কয়েকবার আমাকে ঘুষি এবং চড় মারা হয়েছে। আমি কী বললাম তা কোনও বিষয় না, আমাকে পিটিয়েই যেত।’ তিনি বলেন, ‘কানে চড় মারতে দুই হাতই ব্যবহার করা হয়েছে। দুই পাশের ঘাতে ঘুষি মারা হয়েছে। দাঁড়াতে দেওয়া হয়নি। পা কাঁপছিলো। নড়তে পারতাম না।’

মিয়ানমারে জন্ম নিলেও ১৯৯০ এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাথান মং। তিনি জানান তাকে কামায়ুত মিডিয়ার কার্যালয় থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘হাতগুলো পিছনে নিয়ে হ্যান্ডকাফ লাগানো হয়, চোখ বেঁধে ফেলা হয়। তিন-চার দিন তারা আমাকে ঘুমাতে দেয়নি। টানা জিজ্ঞাসাবাদ করেছেন। ঘুমানোর সময়ও দেয়নি।’

নাথান মং জানান, চার দিন পরে যখন তারা বুঝতে পারে যে তিনি মার্কিন নাগরিক তখন নির্যাতন কমে যায়। মুক্তির পর নাথান মংয়ের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন। আর তাকে এবং তার পরিবারের সদস্যদের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের মার্কিন দূতাবাস।

/জেজে/
সম্পর্কিত
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…