X
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

সেকশনস

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

আপডেট : ২৮ জুন ২০২১, ১৬:০৭

কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষায় এবং দেশে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করতে কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে। সোমবার (২৮ জুন) সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

খসড়া আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান এবং গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষা সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় টেকসই কৃষি প্রযুক্তি ও উচ্চ ফলনশীল কৃষিজ দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থা করবে বলে বিলে বলা হয়েছে।

বিলে বলা হয়ছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি নির্ধারিত শর্তে কৃষিশিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত একজন কৃষিবিদ বা কোনও বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপককে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। কোনও ব্যক্তি দুই মেয়াদের বেশি উপচার্য হিসেবে নিয়োগ পাবেন না।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা, ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে দেশে ও বিদেশে কৃষি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতীব প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারি ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন এই কৃষি বিশ্ববিদ্যালয়টি চালু করলে এর সংখ্যা হবে ১০টি।

/ইএইচএস/ইউএস/

সম্পর্কিত

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯

অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বন্ধ করা সাইটগুলো এরইমধ্যে খুলেও দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা পেলে পরবর্তী সময়ে সেই অনুযায়ী অনিবন্ধিত সাইটগুলো বন্ধ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বিটিআরসি তালিকা ধরে নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছিলো। ওই তালিকায় বেশকিছু ত্রুটি আছে। ফলে আপাতত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি, ওই তালিকা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।

মন্ত্রী জানান, এই প্রক্রিয়া শুরু হলে অনেক শীর্ষস্থানীয় সাইট বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই আমি সেগুলো খুলে দিতে বলি। আমি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা পাওয়া গেলে সেই তালিকা ধরে তা বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: আদালতের নির্দেশে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

/এইচএএইচ/এমএস/

সম্পর্কিত

৫৯টি আইপি টিভি বন্ধ করলো বিটিআরসি

৫৯টি আইপি টিভি বন্ধ করলো বিটিআরসি

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার জীবনকে উৎসর্গ করেছেন আপামর মানুষের কল্যাণে। দেশের মানুষের উন্নয়ন ঘটানোই তার একমাত্র ধ্যান-জ্ঞান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই তার জীবনের একমাত্র লক্ষ্য। বিশ্বের সামনে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তুলে ধরতে সক্ষম হয়েছেন।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্বের বুকে বাঙালি জাতি আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধুর মৃত্যুর দীর্ঘ ২১ বছর পর যেন ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক ফিনিক্স পাখির মতোই তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কন্টকাকীর্ণ চলার পথের সব বাধা পেরিয়ে তিনি আজ শেখ হাসিনা। তার সঙ্গে ধীরে ধীরে বাংলার মানুষের ভাগ্যও জড়িয়ে গেছে।’

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, মো. শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, ড. মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

 

/সিএ/আইএ/

সম্পর্কিত

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: তথ্যমন্ত্রী

সারাদেশে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

সারাদেশে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৮

মেক্সিকোর স্বাধীনতা লাভের ২০০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলও তাদের পারফরমেন্স প্রদর্শন করেছে। আর এই পারফরমেন্স নজর কেড়েছে মেক্সিকোর বাসিন্দাদের। সোমবার মেক্সিকোর করডোভাতে শিবলী মোহাম্মাদ, শামীম আরা নিপাসহ অন্যান্য শিল্পীর মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করেছেন মেক্সিকানরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ খবর।

১৪ সদস্যের সাংস্কৃতিক দলে ছিলেন গায়ক, নৃত্যশিল্পী, তবলা, বাঁশি ও কিবোর্ড বাদক। প্রদর্শনীর জন্য সেখানে একাধিক পোস্টারও প্রকাশ করা হয়েছে।

মেক্সিকোয় প্রকাশিত বাংলাদেশি শিল্পীদের একটি পোস্টার

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মেক্সিকোর সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা চলছে। দেশটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করতে এই প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলে তিনি জানান।

/এসএসজেড/এফএ/

সম্পর্কিত

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: তথ্যমন্ত্রী

সারাদেশে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

সারাদেশে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

আদালতের নির্দেশে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৩

আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনও ভুল ত্রুটি হয়,ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিন বিকালে ৫টার পর বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, টিবিএস এর মতো শীর্ষ নিউজ পোর্টালগুলো ব্লক পাওয়া যাচ্ছিল।  তবে ৬টার পর এসব নিউ পোর্টালের ওয়েবসাইট আবারও চালু হয়।

এ প্রসঙ্গে বন্ধ হওয়া কয়েকটি নিউজ পোর্টালের প্রতিনিধি জানান, তাদের নিউজ পোর্টাল নিবন্ধিত। এগুলো বন্ধের কোনও কারণ নেই। ইতোমধ্যে তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে পুনরায় এটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।  

আরও পড়ুন- 

নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা নিয়ে বিভ্রান্তি: যা জানালেন আইনজীবীরা

সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

 

/এইচএএইচ/এফএএন/

সম্পর্কিত

ভারতের ফ্লাইট চালুর প্রস্তাবে সম্মতি বাংলাদেশের

ভারতের ফ্লাইট চালুর প্রস্তাবে সম্মতি বাংলাদেশের

পরিধি ও মান বাড়ছে শ্যামপুরের উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরির

পরিধি ও মান বাড়ছে শ্যামপুরের উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরির

বিমানবন্দরের পথ থেকেই ফিরতে হলো কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের

বিমানবন্দরের পথ থেকেই ফিরতে হলো কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের

সিনোফার্মের টিকা নিলে ওমরাহ পালন করা যাবে না

সিনোফার্মের টিকা নিলে ওমরাহ পালন করা যাবে না

সচিবদের ভ্রমণের তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২

সরকারের সকল মন্ত্রণালয়ের সচিবদের দেশ-বিদেশে ভ্রমণের তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে- বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তাই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সচিবদের নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।

উল্লেখ্য, ভ্রমণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার কথা থাকলেও সে নিয়ম মানছেন না সরকারের সিনিয়র সচিব ও সচিবদের কেউ কেউ। তাই সচিবদের দেশের ভেতরে ও বিদেশে ভ্রমণের তথ্য আবশ্যিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

‘সিনিয়র সচিব ও সচিবগণের ভ্রমণসূচি প্রেরণ’ বিষয়ে চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের সিনিয়র সচিব/সচিবদের ব্যক্তিগত কিংবা দাফতরিক কাজে দেশের অভ্যন্তরে ও বিদেশে ভ্রমণসূচি যথাসময়ে এ বিভাগে প্রেরণ করা হচ্ছে না। এতে রাষ্ট্রাচারসহ গুরুত্বপূর্ণ কাজে বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত সমস্যার সৃষ্টি হচ্ছে।

‘যেহেতু রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কর্মসূচিতে সরকারের সিনিয়র সচিব ও সচিবদের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে সেহেতু দেশের অভ্যন্তরে ও বিদেশে তার ভ্রমণসূচি এ বিভাগে প্রেরণ নিশ্চিত করা আবশ্যক।’

/এসআই/এমআর/

সম্পর্কিত

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

আদালতের নির্দেশে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

আদালতের নির্দেশে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে: ধর্ম-প্রতিমন্ত্রী

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

মেক্সিকানদের মুগ্ধ করলো বাংলাদেশের সাংস্কৃতিক দল

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

কেন্দ্রের বাইরে জটলা করবেন না: অনুরোধ শিক্ষামন্ত্রীর

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: তথ্যমন্ত্রী

সারাদেশে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

সারাদেশে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ রাষ্ট্রপতির

শৃঙ্খলা ছাড়া কোনও জাতি বড় হতে পারে না: বঙ্গবন্ধু

শৃঙ্খলা ছাড়া কোনও জাতি বড় হতে পারে না: বঙ্গবন্ধু

বরিশালসহ ৩ বিভাগে আজও করোনায় মৃত্যু নেই

বরিশালসহ ৩ বিভাগে আজও করোনায় মৃত্যু নেই

‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু তুলে সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বিএনপি’

‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু তুলে সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বিএনপি’

সর্বশেষ

বদলে যাচ্ছে মোংলা বন্দর, গতি ফিরছে বাণিজ্যে

বদলে যাচ্ছে মোংলা বন্দর, গতি ফিরছে বাণিজ্যে

তথ্য অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করার দাবি

তথ্য অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করার দাবি

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে কেক কাটলেন পুনাক সভানেত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে কেক কাটলেন পুনাক সভানেত্রী

বিএনপি জোট ছেড়ে দেবে খেলাফত মজলিস?

বিএনপি জোট ছেড়ে দেবে খেলাফত মজলিস?

ডিএসসিসি এলাকায় দেওয়া হলো ২৮,৭০২ ডোজ টিকা

ডিএসসিসি এলাকায় দেওয়া হলো ২৮,৭০২ ডোজ টিকা

© 2021 Bangla Tribune