X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘হিট ডোম’র প্রভাবে কানাডায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ১৭:৪৩আপডেট : ২৮ জুন ২০২১, ১৭:৪৩

‘হিট ডোম’-এর কানাডায় দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার লিটন এলাকায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশটির ৮৪ বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া কার্যালয় জানায়, তাপপ্রবাহের একটি ডোম তৈরি হয়েছে। যা প্রায় এক সপ্তাহ ধরে প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হবে। এর ফলেই তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। প্রায় সর্বত্রই তা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমন তীব্র গরমের সঙ্গে এই অঞ্চলটি পরিচিত নয়। যে সব অঞ্চলের ওপর দিয়ে তা প্রবাহিত হবে তা অনেক বিস্তৃত, ক্যালিফোর্নিয়া থেকে কানাডার আর্কটিক অঞ্চল থেকে আইডাহো পর্যন্ত ছড়িয়ে আছে। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চ চাপ তৈরি হয় তাকে হিট ডোম বলা হয়।

তীব্র তাপপ্রবাহ এই সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে কানাডা ও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেশ দুটির নাগরিকদের সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া পরিস্থিতি ঘনঘন আসতে পারে। তবে বৈশ্বিক উষ্ণতার সঙ্গে কোনও একটি ঘটনাকে সম্পর্কিত করা জটিল বিষয়।

এয়ার কন্ডিশনার ও ফ্যান কেনাতে ছুটছেন মানুষ। কুলিং সেন্টার স্থাপনও হচ্ছে। কয়েকটি বার ও রেস্তোরাঁ, এমনকি একটি সুইমিং পুল কর্তৃপক্ষ গরমের কারণে বন্ধ রাখঅ হয়েছে।

শুধু লিটন শহর একা নয়, ব্রিটিশ কলম্বিয়ার ৪০টিরও বেশি এলাকায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।

এনভায়রনমেন্ট কানাডার সিনিয়র ক্লাইমেটোলজিস্ট ডেভিড ফিলিপস বলেন, রেকর্ড ভাঙা আমার পছন্দ। কিন্তু এটি হচ্ছে আগের গুলোকে একেবারে চূর্ণবিচূর্ণ করে ফেলা। পশ্চিম কানাডার কিছু এলাকার উষ্ণতা এখন দুবাইয়ের চেয়ে বেশি।  

তিনি জানান, কোনও স্থানে ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা