X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যোগে দেশসেরা নারী থুইমা মারমা

জিয়াউল হক, রাঙামাটি
২৮ জুন ২০২১, ১৮:৪৮আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:০২

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপ-২০২১ এ অংশ নিয়ে সারাদেশে নারীদের মধ্যে প্রথম হয়েছেন রাঙামাটির মেয়ে থুইমা মারমা।

গত ২১ জুন অনুষ্ঠিত দেশের যোগানুরাগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় নারীদের মধ্যে প্রথম হন থুইমা মারমা। তার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায়। থুইমা মারমা রাঙামাটির হিল ইয়োগা ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী। বর্তমানে রাঙামাটি সরকারি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন তিনি।

হিল ইয়োগা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক দীপন ঘোষ বলেন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের প্রতিযোগীদের যোগাসনের ভিডিও ঢাকায় পাঠানো হয়। সেখানে বিচারকরা ভিডিও বিশ্লেষণ করে থুইমা মারমাকে নারীদের মধ্যে দেশসেরা ঘোষণা করেন।

তিনি আরও বলেন, থুইমা মারমা যোগের বিষয়ে একাগ্র ছিল। ২০১৭ সালে ইয়োগা চর্চা শুরু করে। কখনও কোনও বিষয় মিস করতো না। এজন্য সফল হয়েছে।

সেরা হওয়ার অনুভূতি জানিয়ে থুইমা মারমা বলেন, দেশের মধ্যে প্রথম হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে আরও পরিশ্রম করতে চাই। সুস্থ সবল দেহের জন্য সবাইকে ইয়োগা চর্চার আহ্বান জানাই।

ইয়োগা চর্চারত থুইমা মারমা

বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপের আয়োজক ও বিশুদ্ধ যোগা কালচারের যোগ প্র‌শিক্ষক শাহানাজ পারভীন শিখা বলেন, বাংলাদেশ এবং ভার‌তের প‌শ্চিমবঙ্গ ও ত্রিপুরার সহ‌যো‌গিতায় অনু‌ষ্ঠিত হ‌য় বঙ্গ মৈ‌ত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপ-২০২১। দুই দেশের ছয়টি গ্রু‌পে প্রায় ৩০০ জন প্র‌তি‌যো‌গী অংশ নেন। বাংলা‌দেশ এবং ভারতের প্রায় ২০ জন বিচারক সেরা প্রতিযোগী বাছাই করেন। বাংলা‌দেশ থেকে 'সি' গ্রুপের নারী প্রতিযোগিতায় সেরা হন থুইমা মারমা। পুরুষে সেরা হন লক্ষ্মীপুরের মো. মাহবুবুর রহমান। প্র‌তি‌যো‌গিতায় অংশগ্রহণকারীরা সনদপত্র পাবেন।

তিনি আরও বলেন, প্রতি‌যো‌গিতা‌টি অনলাইনভি‌ত্তিক ছিল। আয়োজক হিসেবে ভারতের প‌শ্চিমব‌ঙ্গ থেকে যোগা প্র‌শিক্ষক প্রসূন মহন্ত ওম ও ও যোগা প্র‌শিক্ষক প‌ন্ডিত বিষ্ণপুর উপস্থিত ছিলেন। এবছর প্র‌তি‌যো‌গিতা‌টি প্রথমবার আ‌য়ো‌জিত হ‌লেও ভ‌বিষ্য‌তে প্র‌তি বছর আ‌য়োজন করা হবে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা