X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চাকরি পাওয়ার পাঁচ সূত্র

আঞ্জুমান আরা ইতি
২৯ জুন ২০২১, ১৬:২১আপডেট : ২৯ জুন ২০২১, ১৬:২১

করোনার এ দুঃসময়ে যুৎসই একটি চাকরি যেন হীরায় মোড়ানো হরিণ। তবে মাথা খাটানোর পাশাপাশি খানিকটা ধৈর্য্যের প্রমাণ দিলেই মিলবে কাঙ্ক্ষিত কাজের সুযোগ। এর আগে মেনে চলা চাই কিছু নিয়ম।

 

কভার লেটার হোক দুর্দান্ত

জীবনভর কত কিছুই তো লিখেছেন, তো কভার লেটার লিখতে আরেকজনের কাছে হাত পাততে হবে কেন? নিজের সম্পর্কে আপনি নিজেই তো ভালো জানেন। তবে মাথায় রাখতে হবে, আলাদা আলাদা চাকরির ক্ষেত্রে কভার লেটারেও থাকা চাই ভিন্নতা।

মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কিন্তু ওটা মনযোগ দিয়েই পড়বেন। সেক্ষেত্রে আবেদনপত্রে যতটা সম্ভব নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন। লেটার তৈরির আগে ও পরে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন। ভালো করে দেখে নিন ব্যাকরণ ও বানান।

সব চাকরির আবেদনে একই কভার লেটার ব্যবহার না করে আলাদা আলাদা করে কয়েকটি তৈরি করে রাখুন। আপনি যদি বিপণন সংক্রান্ত চাকরিতে আবেদন করে থাকেন, তবে সেখানে আপনার বিপণনের অভিজ্ঞতা ও আগ্রহের বিষয়টি তুলে ধরবেন বেশি করে।

 

চোখ রাখুন জবসাইট ও স্যোশাল মিডিয়ায়

সহজে নিয়োগবিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ওয়েবে না গেলেই নয়। বর্তমানে ডজনখানেক  নিয়োগবিজ্ঞপ্তির ওয়েব প্লাটফর্ম আছে। এর মধ্যে নামকরা কয়েকটিতে সিভি তৈরি করে রাখুন। অলসতার কারণে নিয়মিত জব সাইটে চোখ বোলান না অনেকে। বন্ধু বা আত্মীয়দের কাছে ধরনা না দিয়ে বরং প্রতিদিন একবার করে সমস্ত চাকরির বিজ্ঞাপনে চোখ বোলান। নিজেকে যোগ্য মনে করলে আবেদন করতে থাকুন। যত বেশি আবেদন করবেন তত চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। ফ্রি কোনও ব্লগসাইটে নিজের একটি ডিজিটাল পোর্টফোলিও তৈরি করে রাখতে পারেন। যেখানে নিজের সমস্ত কাজ বা অভিজ্ঞতার লিংক, ছবি এসব পোস্ট করতে পারবেন। প্রয়োজনে ওই লিংকও উল্লেখ করুন চাকরির আবেদনপত্রে। কিছু জব অ্যলার্ট জাতীয় অ্যাপও ইনস্টল করে নিনে ফোনে। এতে চাকরির বিজ্ঞপ্তি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পাবেন নোটিফিকেশন।

আবার আপনি যে ধরনের প্রতিষ্ঠানে চাকরি পেতে ইচ্ছুক ওই সব প্রতিষ্ঠানগুলোর স্যোশাল মিডিয়া নিয়মিত অনুসরণ করুন। কারণ অনেক প্রতিষ্ঠানই তাদের ফেসবুক পেইজেই সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করে। আবার ওই প্রতিষ্ঠান অনেক সময় উন্মুক্ত সেমিনার বা ওয়েবিনারেরও আয়োজন করে। সেগুলোতে নিয়মিত অংশ নিলেও আপনি হয়ে উঠতে পারেন পরিচিত মুখ। এতে ওই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে আপনার আইডিয়া মজবুত হবে। দক্ষতাও বাড়বে।

 

বাড়তি কোর্স

কিছু বিশেষায়িত চাকরি আছে যেখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই চলে না। বাড়তি কিছু জানা আছে কিনা সেটাও জানতে চান চাকরিদাতারা। সেক্ষেত্রে আপনার পছন্দের কাজ অনুযায়ী করে রাখতে পারেন বাড়তি কিছু কোর্স। যেমন এনজিও’তে গবেষণাধর্মী চাকরি সহজে পেতে চাইলে ভালো কোনও প্রতিষ্ঠান থেকে সেরে ফেলতে পারেন ‘এমইএএল (মনিটরিং, ইভালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি ও লার্নিং)’ কোর্সটি।

 

কাজে লাগান লিঙ্কডইন

গোটা করপোরেট দুনিয়ায় এখন একটি বড় নাম লিঙ্কডইন। সরাসরি সাইট বা অ্যাপ ইনস্টল করে নিলেই হলো। সময় নিয়ে নিজের সব তথ্য দিন। নিয়মিত আপডেট রাখুন নিজেকে। জব অপশনে গিয়ে ঢুঁ মারুন মিনিট পাঁচেক। সরাসরি চাকরিদাতার সঙ্গে সংযোগ ঘটাতে অ্যাপটির জুড়ি নেই। লিঙ্কডইন-এ অ্যাকটিভ থাকা মানেই চাকরির সম্ভাবনা বেড়ে যাবে অনেকখানি। এ ছাড়া এর মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজও পেতে পারেন।

 

ট্র্যাক রাখুন আবেদনের

কোথায়, কতদিন আগে ও কোন মাধ্যমে আবেদন করেছেন তার হিসাব রাখাও কিন্তু জরুরি। একই প্রতিষ্ঠানে দু’বার আবেদন করাটাকে নেতিবাচক চোখেই দেখা হয়। তাই একটি এক্সেল ফাইলেই চাইলে ট্র্যাক রাখতে পারেন আপনার যাবতীয় আবেদনের। এ ছাড়াও ট্র্যাকিং সিস্টেমে আপনি সাক্ষাৎকারের সময়সূচি ও আবেদনের ডেডলাইন সম্পর্কে জানতে পারবেন।

/এফএ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
১২:৫৪ পিএম
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
১২:৩৮ পিএম
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
১২:৩৫ পিএম
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
১২:২৮ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
এক পদে ৯০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
এক পদে ৯০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন স্কেল ৯৩০০-২২৪৯০ টাকা
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল