X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টেকনাফের লোকালয়ে ঢুকলো মিয়ানমার থেকে আসা হাতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ জুন ২০২১, ২০:৫৯আপডেট : ২৯ জুন ২০২১, ২০:৫৯

মিয়ানমার থেকে আসা সেই দুটি বুনো হাতির একটি কক্সবাজারের টেকনাফের লোকালয়ে ঢুকে পড়েছে। হাতিটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। লোকজনের ভিড়ের কারণে এদিক-সেদিক ছোটাছুটি করছে হাতিটি।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে সাবরাং কচুবনিয়া এলাকায় হাতিটি প্রবেশ করে।

আরেকটি হাতিকে সাগর থেকে ট্রলার ঘিরে উপকূলের মেরিন ড্রাইভ হয়ে বনাঞ্চলে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর।

তিনি বলেন, আমি শাহপরীর দ্বীপে রয়েছি। একটি হাতি দুপুরে লোকালয়ে ঢুকে পড়েছিলো। আরেকটি ট্রলারে করে উপকূল মেরিন ড্রাইভ থেকে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা চলছে।

এর আগে সোমবার (২৮ জুন) বিকাল পর্যন্ত হাতি দুটি নাফ নদের শাহপরীর দ্বীপ ঘোলারচরে অবস্থান করছিলো।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল থেকে বন বিভাগসহ উপজেলা প্রশাসনের দল সাগর থেকে হাতি দুটি বনাঞ্চলে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্য বাচ্চা হাতিটি টেকনাফের সাংবার নয়াপাড়া লোকালয়ে অনুপ্রবেশ করেছে। কিন্তু লোকজনের ভিড়ের কারণে হাতি দুটি ফেরাতে খুব কষ্ট হচ্ছে।

সোমবার এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, চার দিনের মাথায় হাতিগুলো কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আশা করছি বনাঞ্চলে ফেরাতে সক্ষম হবো।

এদিকে, গত শনিবার (২৬ জুন) দুপুরে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদ সাঁতরে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এ হাতি দুটি। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেয় দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে রোববার (২৭ জুন) সকালে আবার নাফ নদে নেমে আসে হাতি দুটি।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
আবারও মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ, আতঙ্কে রাত পার
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!