X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চীনের পেছনে লাগলে মাথা থেঁতলে দেওয়া হবে: শি জিনপিং

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ১৭:১৮আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৪৪

কোনও বিদেশি দুষ্টশক্তি চীনের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করলে তাদের মাথা নিচু করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সতর্ক বার্তা দিলেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় তাইওয়ানসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন তিনি।

১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)। এর শতবর্ষপূর্তির অনুষ্ঠান বিশাল পরিসরে আয়োজন করে চীন। তিয়েনআনমেন স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। মাঝ আকাশে হেলিকপ্টার এবং প্লেন থেকে নানা রঙবেরঙের আলপনা আঁকা হয়। বিমান থেকে স্যালুট জানানো হয় সাধারণ মানুষকে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চীনের জনগণ দিনটিকে যে যার মতো বরণ করে নেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা চীনের দেশাত্মবোধক সংগীত পরিবেশ করেন। সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দেশের নিরাপত্তা এবং বিদেশি অপশক্তি নিয়ে কথা বলেন তিনি। শুরুতেই দেশবাসীর উদ্দেশে শি বলেন, ‘কোনও অপশক্তি চীন এবং দেশের জনগণকে ছোট করে কথা বলতে পারে না। যারা চীনা কমিউনিস্ট পার্টি থেকে বিভক্ত হতে চাইবে তারা ব্যর্থ হবে’।

প্রায় দেড়ঘণ্টার বক্তব্যে তাইওয়ান প্রসঙ্গেও স্পষ্ট অভিমত জানিয়েছেন শি জিনপিং। বলেন, ‘তাইওয়ান অবশ্যই চীনের অংশ। একে মূল চীন থেকে কেউ যদি আলাদা করতে চায়, তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।’ মূলত যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এ সতর্ক বার্তা দেন তিনি।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কাউকে দমন করার চেষ্টা করি না। সুতরাং কেউ আমাদের নির্যাতন এবং পরাধীন করতে পারবে না। কেউ চেষ্টা করলে, গ্রেট ওয়াল অফ স্টিলে তাদের মাথা থেঁতলে দেওয়া হবে’।

একপর্যায়ে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টানেন তিনি। শি অভিযোগ করেন, ‘ওয়াশিংটন বারবার চীনের প্রবৃদ্ধিকে নিচে নামানোর চেষ্টা করে আসছে’।

চীনের সামরিক বাহিনীকে বিশ্বমানের গড়ে তুলতে তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, জানান শি। অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তিতে চীনের নানা উন্নয়নের দিকও তুলেন ধরেন চীনা প্রেসিডেন্ট। 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি