X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে রাস্তায় ঘোরাঘুরি করায় ২৪ জন কারাগারে

নীলফামারী প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১৯:৩৬আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৯:৪০

নীলফামারীতে লকডাউন অমান্য করে অকারণে রাস্তায় ঘোরাঘুরি করায় ২৪ জনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের আটক করে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সেন্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনার সংক্রমণরোধে জেলায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান চালিয়েছে। তৃতীয় দিনে লকডাউন অমান্য করায় ১১৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে সদরে ৯৫ ও সৈয়দপুরে ১৯টি মামলা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় এক লাখ ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়সহ ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় অযথা ঘোরাঘুরি এবং মুখে মাস্ক না থাকায় ৫০ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সদুত্তর ও যৌক্তিক কারণ দেখিয়েছে বিধায় ২৬ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ জনকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।  

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা প্রতিরোধে কাজ করছেন। জেলার সব খানে দায়িত্ব পালনের পাশাপাশি সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে যারা লকডাউন অমান্য করছেন তাদের জেল-জরিমানা করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা