X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গ্যাস দুর্ঘটনায় আহত-নিহতদের সহায়তা দিতে তহবিল গঠনের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ২১:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১:৫৬

রাজধানীতে গ্যাস ও বিদ্যুৎ জনিত অগ্নিকান্ডসহ নানা ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নাগরিক সচেতনতার পাশাপাশি সকল সেবা সংস্থাকে এগুলো প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে গ্যাস সুর্ঘটনায় মৃত ও আহত ব্যাক্তিদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বিইআরসি একটি তহবিল গঠন করতে পারে।

আজ শনিবার (৪ জুলাই) পাক্ষিক ম্যাগাজিন এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘মগবাজার দুর্ঘটনা: নাগরিক নিরাপত্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা’ র্শীষক ইপি টকস এ বক্তারা এসব কথা বলেন। প্রতিটি দুর্ঘটনার কারণে প্রকাশ করারও পরামর্শ দেন। একইসাথে বক্তারা মগবাজারের দুঘটনার জন্য মিথেন গ্যাসকে দায়ী করে প্রতিটি দুর্ঘটনার কারণ প্রকাশ করারও পরামর্শ দেন।

বুয়েটের সাবেক শিক্ষক প্রফেসর নূরুল ইসলাম বলেন, মিথেন কিংবা প্রপেন বিউটেন সকল গ্যাস কোনও বদ্ধ স্থানে জমে গেলে তার বিধ্বংসী ক্ষমতা অনেক। ফলে সচেতন থেকে এটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিকল্প নেই। তিনি গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহত ব্যাক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিইআরসিকে একটি তহবিল গঠনের পরামর্শ দিয়ে বলেন, প্রতি ইউনিট গ্যাস থেকে এই তহবিলের জন্য ১ পয়সা করে কেটে রাখা উচিত। আর তিনি প্রতিটি দুর্ঘটনার কারণে প্রকাশ করারও পরামর্শ দেন।

পেট্রোবাংলা ও বিপিসির সাবেক চেয়ারম্যান মুকতাদির আলী বলেন, বিপুল গ্রাহকের বিপরীতে তিতাসের জরুরি রেসপন্স দলের সক্ষমতা সীমিত। ফলে দুর্ঘটনা এড়াতে ভোক্তার যেকোনও অভিযোগ জরুরিভাবে মোকাবেলা করার জন্য প্রশিক্ষিত, প্রযুক্তি সমৃদ্ধ পর্যাপ্ত জনবল দিয়ে জরুরি রেসপন্স দল গঠন করা উচিত।

জ্বালানি বিশেষজ্ঞ আবদুস সালেক বলেন, মগবাজারে বিস্ফোরণের জন্য মিথেন গ্যাসই দায়ী। কারণ মিথেন গ্যাসের ঘনত্ব বাতাসের থেকে কম। এজন্য এর বিস্ফোরণ হয় অনেক মারাত্মক। মিথেন গ্যাস ধীরে ধীরে জমাট বাধার পর সেখানে সামান্য স্পার্কেই অনেক বড় বিস্ফোরণ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক মহাপরিচালক ও ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান (অবসরপ্রাপ্ত) বলেন, সেবা প্রতিষ্ঠান যাতে যথাযথভাবে কাজ করে তার মনিটরিং ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। নইলে ঢাকা ধীরে ধীরে ঘুমন্ত আগ্নেয়গিরি হয়ে ওঠবে। আর যে কোনও দুর্যোগের সময় গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার প্রযুক্তি প্রচলনের পরামর্শ দেন।

স্থপতি ইকবাল হাবিব বলন, এইসব দুঘটনা রোধে কমপ্লায়েন্স কমিশন গঠন করা দরকার। এই কমিশনের কাজ হবে নাগরিদের সুরক্ষায় সকলের দায়বদ্ধতা নিশ্চিত করা।

ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খনি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. মুশফিকুর রহমান, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান,  ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান অরুণ কর্মকার এবং বসুন্ধরা এলপি গ্যাস এর হেড অব সেলস জাকারিয়া জালাল।

 

/এসএনএস/এফএএন/
সম্পর্কিত
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, চলছে খননকাজ
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী