X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে মহড়া রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২১, ২২:১৫আপডেট : ০৩ জুলাই ২০২১, ২২:১৫

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। মহড়ার অংশ হিসেবে শত্রু জাহাজগুলোতে বোমাবর্ষণের অনুশীলন করে রুশ যুদ্ধবিমানগুলো। শনিবার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, কৃষ্ণ সাগরের ওপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এ সময় ক্রু-রা সাজানো শত্রু জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণের অনুশীলন চালায়।

এমন সময়ে এ মহড়া চালালো রাশিয়া যার কিছুদিন আগেই গত ২৩ জুন কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজকে তাড়া করেছিল মস্কো। পশ্চিমাদের সমালোচনার মুখেও ওই ঘটনায় আত্মপক্ষ সমর্থন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিয়ে উল্টো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে একহাত নিয়েছেন তিনি।

সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে পুতিন বলেছেন, রাশিয়া সেদিন ব্রিটিশ যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিলেও তাতে করে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতো না। তিনি বলেন, ‘তারা জানে, এই সংঘাতে তারা জিততে পারবে না। আমরা নিজেদের এলাকার জন্য লড়াই করবো। তাদের সীমান্তে যেতে আমরা কয়েক হাজার মাইল ভ্রমণ করিনি।’ পুতিনের অভিযোগ, রাশিয়া কীভাবে প্রতিক্রিয়া জানায় সেটি দেখতেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সমন্বিতভাবে ওই উস্কানিমূলক ঘটনা ঘটিয়েছে।

কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে সেদিনের ঘটনা এবং পরে এ নিয়ে পুতিনের কঠিন মন্তব্যের পর সাগরে রাশিয়ার এই মহড়া তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
মস্কোয় কনসার্টে হামলা: এখনও নিখোঁজ ৯৫
মস্কো হামলার সন্দেহভাজনদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’