X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২১, ০০:৫০আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:১৮

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকায় দেশটির ৪ মন্ত্রীসহ ২০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী অং সান সু চি সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। এর জেরে শুক্রবার মার্কিন অর্থ ও বাণিজ্য বিভাগ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মিয়ানমারের সেনাবাহিনী সহিংস ও নৃশংস কর্মকাণ্ড চালানোর ঘটনায় তাদের ওপর নতুন অবরোধ আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, ‘এই নিষেধাজ্ঞা মিয়ানমারের সাধারণ মানুষকে লক্ষ্য করে দেওয়া হয়নি। দেশটির গণতন্ত্র পুনরুদ্ধারে সামরিক সরকারকে চাপ প্রয়োগ করতেই এই পদক্ষেপ নেওয়া হলো’।

এর আগে অভ্যুথানের সঙ্গে জড়িত থাকার দায়ে মিয়ানমারের সামরিক কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন- ইইউ, কানাডা ও যুক্তরাষ্ট্র। এবার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় জান্তা সরকার অনেকটা চাপে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের বিনিয়োগ মন্ত্রী অং নাইং, শ্রম ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইন্ট কিয়াং, তথ্যমন্ত্রী চিট নাইং, সমাজকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী থেট খাইনের ওপর অবরোধ দেওয়া হয়। একইসঙ্গে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের তিন সদস্যকেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে কর্মকর্তাদের স্ত্রী সন্তানসহ আরও ১৫ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। 

গত ১ ফেব্রুয়ারি ভোরে অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের শাসন নিজের হাতে নেয় টাটমাদাও বা বার্মিজ সেনা। স্টেট কাউন্সিলর অং সান সু চি-সহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। পাল্টা অভিযান শুরু করেছে সেনাবাহিনী। দিনে দিনে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মিয়ানমার। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ।

/এলকে/
সম্পর্কিত
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
আবারও মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ, আতঙ্কে রাত পার
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ