X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-আঙ্কারা সম্পর্ক: ‘রিব্যালান্সিং করতে গিয়ে অফ-ব্যালান্সিং যেন না হয়’

শেখ শারিয়ার জামান
০৪ জুলাই ২০২১, ১৮:০৬আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:৫৭

ভূ-রাজনীতিতে উদীয়মান শক্তি তুরস্কের সঙ্গে নতুন প্রান্তিককরণ (এলাইনমেন্ট) হচ্ছে বাংলাদেশের। কৌশলগত সহযোগিতার জন্য তুরস্কের আগ্রহ রয়েছে এবং বাংলাদেশও পিছিয়ে থাকেনি। সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি নতুন যোগ হয়েছে নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের বিষয়টি।

ঢাকা-আঙ্কারা সম্পর্কের নতুন উচ্চতা নিয়ে সাবেক কূটনীতিকরা মনে করেন, ভূ-রাজনীতিকে বিবেচনায় নিয়ে সাবধানে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে।

জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তা সরঞ্জাম বেচাকেনা কোনও সাধারণ বাণিজ্য নয়। এর সঙ্গে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট জড়িত থাকে।’

তিনি বলেন, ‘তুরস্কের বর্তমান মনোভাব আগের যে কোনও সময়ের থেকে ভিন্ন এবং ওই দেশের সঙ্গে অন্য বৃহৎ শক্তি যেমন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্যদের মধ্যে সম্পর্কের রসায়ন ভিন্ন মাত্রার যেটি বাংলাদেশকে বিবেচনায় নিতে হবে।’

সাবেক ওই পররাষ্ট্র সচিব মনে করেন, ‘সম্পর্কের রিব্যালান্সিং (নতুন মাত্রা) করতে গিয়ে অফ-ব্যালান্সিং (পা পিছলে পড়ে যাওয়া) যেন না হয় সেটি খেয়াল রাখতে হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নিয়ে ও জামায়াত-ই-ইসলামী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তুরস্কের বিরোধিতার কথা উল্লেখ করে মো. শহীদুল হক বলেন, ‘ওই দেশের সরকার একটি বিশেষ মতাদর্শ অনুসরণ করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মতো পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে।’

সামরিক সম্পর্ক বাড়ানো উচিৎ

আরেকজন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন মনে করেন উদীয়মান শক্তি তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানো উচিৎ।

তিনি বলেন, ‘আমি ২০০০ সালে তুরস্কে বিভিন্ন কারখানা পরিদর্শন করেছি এবং তখনই দেখেছি তারা আর্মাড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং প্লেন বানাতো। গত ২০ বছরে আরও অনেক উন্নতি করেছে আঙ্কারা।’

তুরস্কের একটি উচ্চাশা এবং যোগ্যতা আছে জানিয়ে তিনি বলেন, ‘ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়েছে আঙ্কারা এবং তারা এ বিষয়ে যৌথ উৎপাদনের একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে।’

ভূ-রাজনীতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ অস্ত্র চীন থেকে ক্রয় করি। ভারত আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায়। যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ থেকেও আমরা বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম কিনে থাকি। অন্যদিকে ওইসব দেশের সঙ্গে তুরস্কের সম্পর্কের একটি রসায়ন রয়েছে।’

এই প্রেক্ষাপটে তুরস্কের কাছে সরঞ্জাম ক্রয় অন্যদেশগুলো কিভাবে নেবে সেটি তাদের বিষয় কিন্তু বাংলাদেশকে এ বিষয়ে দৃঢ় থাকতে হবে বলে মনে করেন মো. তৌহিদ হোসেন।

সুলভ মূল্যে মানসম্পন্ন সরঞ্জাম

ন্যাটোর সদস্য তুরস্ক উন্নতমানের অস্ত্র সহজ শর্তে বাংলাদেশের কাছে বিক্রি করছে যা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে বলে মনে করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ।

তিনি বলেন, ‘তুরস্কের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সঙ্গে সহযোগিতা ছিল এবং নতুন ক্ষেত্র হিসাবে নিরাপত্তা সরঞ্জাম বিষয়টি যোগ হয়েছে।’

দুইদেশের সম্পর্কের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, ‘তুরস্ক বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোটা একটি চ্যালেঞ্জ।’

আরও পড়ুন: নিরাপত্তা সরঞ্জাম কিনতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের চুক্তি

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান
ইসরায়েলে পণ্য রফতানিতে তুরস্কের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা