X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইন্টারনেট সংযোগে ‘ইনস্টলেশন চার্জ’ কেন একেকরকম?

হিটলার এ. হালিম
০৫ জুলাই ২০২১, ১৩:০০আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:৪৯

বাসায় ইন্টারনেট সংযোগ নেবেন। সুপরিচিত কোম্পানির সেবা নিতে চাইলেন। তারা জানালো আপনার বাসার লোকেশনে ইনস্টলেশন চার্জ পড়বে দুই হাজার টাকা। কোথাও আবার ১ হাজার ২০০ টাকা। এমনকি ৫০০ টাকাতেও সংযোগ পাওয়া যাবে। কোনও এলাকায় আবার নেওয়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকাও! এমনটা হওয়ার কারণ- ইনস্টলেশন চার্জ এখনও নির্ধারিত নয়। ফলে যে আইএসপি যেভাবে পারছে এ চার্জ আদায় করছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’ও এ চার্জ নির্ধারণ করে দেয়নি। আইএসপিএবির দাবি, ইনস্টলেশন চার্জ গড়ে শূন্য থেকে এক হাজার টাকার মধ্যে। যদিও এরচেয়েও বেশি চার্জ নেওয়ার খোঁজ পাওয়া গেছে।

রাজধানীর মিরপুরের কোথাও দেড় হাজার, কোথাও দুই হাজার টাকা চার্জ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। শেওড়াপাড়ায় (রোকেয়া সরণির পশ্চিম পাশে) নেওয়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকাও! এই হার সংশ্লিষ্ট আইএসপির নির্ধারিত। 

এ বিষয়ে আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইনস্টলেশন চার্জ বেঁধে দেওয়া হয়নি। আইএসপিরা গ্রাহককে সেবা দিতে গিয়ে যেভাবে পারে নেয়। তবে নতুন গ্রাহক পাওয়ার জন্য একেক কোম্পানি একেকরকম চার্জ নেয়। চার্জের এই হার গড়ে শূন্য থেকে এক হাজার টাকা।’

এ চার্জ বেঁধে দেওয়ার পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সম্ভব নয়। ধরা যাক আপনার বাসায় লাইন আসবে এক কিলোমিটার দূর থেকে। সেখানে ক্যাবলই লাগবে ১৫ হাজার টাকার। এই তারের টাকা গ্রাহককেই দিতে হবে। আবার অনেকের বাসার সামনেই পয়েন্ট থাকে (স্প্লিটার)। সেখান থেকে সংযোগ নিলে খরচ কম পড়ে। কখনও খরচ লাগেই না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রতিটি বাসার নিচে যদি ক্যাবলের সংযোগ থাকে (এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর সেবা) তাহলে সব বাসা-বাড়িতে একটি নির্দিষ্ট হারে চার্জ নেওয়া সম্ভব। বাড়ির নিচে এনটিটিএনগুলো সংযোগ পৌঁছালে ক্যাবল ভাড়া দিতে হয়। মাস শেষে ওটারও চার্জ পড়ে।’

জানা গেছে, রাজধানীর ডিওএইচএস এলাকাগুলোতে এ সুযোগ বেশি।  সেখানে বাসা-বাড়ির নিচে এনটিটিএন সংযোগ পৌঁছেছে। কোথাও আবার সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাবল সংযোগও দেওয়া হচ্ছে।

আইএসপি ব্যবসায়ীরা বলেন, মহাখালী ডিওএইচএস এলাকায় এনটিটিএন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম প্রতিটি বাড়ির নিচে সংযোগ দিয়েছে। এখানে ইনস্টলেশন চার্জ লাগে না। তবে প্রতিটি সংযোগের জন্য এনটিটিএন প্রতিষ্ঠানকে ৫৭৫ টাকা ভাড়া দেয় আইএসপিগুলো। এরসঙ্গে আইএসপির চার্জ, অন্যান্য খরচ ও মুনাফা যুক্ত করে বিল করা হয় গ্রাহকের নামে।

বনানী, মিরপুর, বারিধারা ডিওএইচএসেও এ ধরনের সংযোগ আছে। এসব জায়গায় অবশ্য কোনও এনটিটিএন সরাসরি বাড়িতে সংযোগ দেয় না। তারা পপ (পয়েন্ট অব প্রেজেন্স) পর্যন্ত সংযোগ দেয়। সেখানকার ওএলটি (অপটিক্যাল লাইন ট্রান্সমিশন) থেকে ওভারহেড ক্যাবলের (ঝুলন্ত তার) মাধ্যমে স্প্লিটারে সংযোগ যায়। স্প্লিটার থেকে বিভিন্ন বাসায় আইএসপির সংযোগ দেওয়া হয়। এ কারণে ইনস্টলেশন চার্জ একেক রকম হয়।

মিরপুর ডিওএইচএস-এ বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিচ্ছে। এটি বিটিসিএল-এর পাইলট প্রজেক্ট বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি আইএসপি উদ্যোক্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধরা যাক কোনও স্প্লিটার থেকে কারও বাসা ২০০ মিটার, কারও ৮০০ মিটার দূরে। যদি ১০ হাজার টাকারও তার লাগে সেখানে বেশিরভাগ আইএসপি এক হাজার বা দেড় হাজার টাকা চার্জ দাবি করে। বাকিটা ভর্তুকি দেয়। বাসার নিচে স্প্লিটার থাকলে কোনও খরচ ছাড়াই সংযোগ দিয়ে দেয়। ফলে এ চার্জ বেঁধে দেওয়ার সুযোগ নেই।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়