X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘অক্সিজেট’ উৎপাদন করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১৪:২৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:১৬

করোনা আক্রান্তদের শরীরে অক্সিজেনের চাহিদা পূরণে এবং উচ্চগতির ভেনটিলেশনের জন্য ‘অক্সিজেট’ নামক স্বল্প মূল্যের সি-প্যাপ (C-PAP) ভেন্টিলেটর ডিভাইসের উৎপাদনে অনুমতির জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর আবেদন করতে এবং ওই আবেদন অ্যাটর্নি জেনারেল ও হাইকোর্টকেও দিতে বলা হয়েছে।

‘অক্সিজেটে’র বিষয়টি নজরে আনা হলে সোমবার (৫ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।

এ সময় আদালতে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

পরে অনীক আর হক জানান, কোভিড-১৯ তথা করোনা আক্রান্ত রোগীদের কম সময়ে বেশি অক্সিজেন সরবরাহ করার জন্য অক্সিজেট নামে একটি ডিভাইস আবিষ্কার করে বুয়েট। করোনা আক্রান্ত রোগীর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে প্রথমে স্বল্পমাত্রায় অক্সিজেন দেওয়া হয়। কিন্তু এই স্বল্পমাত্রায় রোগীর অবস্থার উন্নতি না হলে উচ্চগতির অক্সিজেন প্রবাহ প্রয়োজন পড়ে, যা রোগীর অবস্থার অবনতি রোধ করতে পারে। করোনা প্রকোপ শীর্ষে থাকা অবস্থায় আমাদের দেশের হাসপাতালগুলোতে অনেক সময় পর্যাপ্ত পরিমাণে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা যন্ত্র পাওয়া যায় না। এছাড়াও এ যন্ত্রগুলো ব্যয়বহুল ও ব্যবহার কৌশল জটিল হওয়ায় অনেক ক্ষেত্রে দক্ষ কর্মীর প্রয়োজন হয়। সহজে ব্যবহারযোগ্য অক্সিজেট সি-প্যাপ এই ঘাটতি পূরণে সাহায্য করবে।

তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘অক্সিজেট’ ডিভাইসটি উদ্ভাবন করে। ফলে ডিভাইসটি কোনও কারখানা বা প্রতিষ্ঠানের না হওয়ায় এর উৎপাদন করার অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন। সে কারণেই প্রতিকার চেয়ে বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্ট এ বিষয়ে মৌখিক আদেশ দিলেন।

বিআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল
হাইকোর্টের আদেশ জালিয়াতি: দুপচাঁচিয়া মেয়রের জামিন স্থগিত
ব্যতিক্রম বিবেচনায় জাপানি শিশুদের ভাগাভাগি করা হয়েছে: হাইকোর্ট
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!