X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লকডাউনে আটকেপড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে রাবি

রাবি প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৬:০৯আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:৩৬

পরীক্ষা দিতে এসে চলমান লকডাউনে আটকেপড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে আগামী ১৫-১৬ জুলাই বিভাগীয় শহরে পৌঁছে দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এজন্য শিক্ষার্থীদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

সোমবার (০৫ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, আগামী ১৫-১৬ জুলাই আমাদের নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোন জেলায় কতজন শিক্ষার্থী যাবে সে তালিকা আমাদের কাছে নেই। তালিকা সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অনলাইন লিংক (https://sites.ru.ac.bd/transport/login.php) দেওয়া হয়েছে। ওই লিংকে শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজ নিজ জেলার নাম সাবমিট করতে পারবে। শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় কোন রুটে কত বাস দেবো, সেটি ঠিক করবো আমরা।

প্রসঙ্গত, গত মাসের শুরু দিকে ডিন ও ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে মিটিং করে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি জানান, ২০১৯ সালের পরীক্ষা ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষা ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো। এই ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগের একাডেমিক কমিটি। কিন্তু রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ১১ জুন থেকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। এ অবস্থায় পরীক্ষা স্থগিত করা হয়। তবে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে আটকা পড়েন।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন