X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহারাষ্ট্রে স্পিকারকে গালি দিয়ে বরখাস্ত বিজেপির ১২ বিধায়ক

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৭:৩৬আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৭:৩৬

মহারাষ্ট্র বিধানসভার গ্রীষ্মকালীণ অধিবেশন বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের স্পিকারকে গালাগালি করে এক বছরের জন্য বরখাস্ত হয়েছেন বিজেপির ১২ জন বিধায়ক। রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবেন্দ্র ফাড়নবিস দাবি করেছেন, এগুলো মিথ্যা অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অধিবেশনে ওবিসি ইস্যুতে বিরোধী দল উত্তেজনা তৈরি করে। স্পিকার-ইন-চেয়ার (ভারপ্রাপ্ত) ভাস্কর যাদব তাদের কথা বলার মতো পর্যান্ত সময় দিচ্ছেন না বলে বিরোধীরা অভিযোগ করেন। অধিবেশন স্থগিত হওয়ার পর উত্তেজনার পারদ আরও চরমে ওঠে।

ভাস্কর যাদব বলেন, বিরোধী দলের নেতারা আমার কেবিনে আসে এবং অসংসদীয় ভাষায় আমাকে গালাগালি করে। এসময় দেবেন্দ্র ফাড়নাবিস ও সিনিয়র নেতা চন্দ্রকান্ত পাতিল উপস্থিত ছিলেন। কয়েকজন নেতা আমাকে টানাহেঁচড়া করেন।

তবে বিরোধী দল বিজেপির নেতাদের অভিযোগ, যারা স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি তাদের অপমান করেন।

ঘটনাটি তদন্তের জন্য স্পিকার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রীকে বলেন। পরে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিজেপির ১২ জন বিধায়ককে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। এই নেতারা হলেন, সঞ্জয় কুতে, আশিষ শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটকালকার, পরাগ আলাভনি, হারিশ পিম্পাল, রাম সাতপুতে, বিজয় কুমার রাওয়াল, যোগেশ সাগর, নারায়ণ কুচে, কিরতিকুমার বাংদিয়া।

দেবেন্দ্র ফাড়নবিস বলেন, এসব মিথ্যা অভিযোগ। গল্প বানানো হয়েছে। বিজেপির কেউ তাকে অপমান করেননি। ওবিসি সংরক্ষণের জন্য আমরা ১২ জনের বিধায়ককে বিসর্জন দিতেও প্রস্তুত আছি।

সাবেক স্পিকার নানা পাতোল পদত্যাগ করায় নতুন স্পিকার নির্বাচন করতে হবে। বিজেপি চায় তাদের প্রার্থী স্পিকার হন। কিন্তু ক্ষমতাসীন মহারাষ্ট্র বিকাশ আঘাদির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। শিব সেনা, এনসিপি ২০১৯ সালে জোট সরকার গঠনের সময় ক্ষমতার বণ্টন হিসেবে স্পিকারের পদ দেওয়অ হয়েছিল কংগ্রেসকে।

/এএ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা