X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৭ মাস আগে মারা যাওয়া চিকিৎসককে বদলি

বগুড়া প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ১৮:০৩আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৮:২৫

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সাত মাস পর চিকিৎসক জীবেশ কুমার প্রামাণিক স্বপনকে বদলি করা হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে করোনা বিশেষায়িত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত চিকিৎসককে পদায়ন করে তামাশার সৃষ্টি করেছে বলে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, এখানে করোনা রোগীর চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩ জনকে সংযুক্ত করা হয়েছে। এ তালিকায় ভুলবশত ডা. জীবেশের নাম এসেছে।

বগুড়া স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ডা. জীবেশ কুমার প্রামাণিক স্বপন রাজশাহী মেডিক্যাল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২২তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা। ডা. স্বপন বগুড়া শজিমেক হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এখানে কারোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ৬ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তালিকায় মৃত চিকিৎসক জীবেশ কুমার প্রামাণিক স্বপনের নাম এদিকে, বগুড়ার করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ৪৩ জনকে এখানে সংযুক্তিতে পদায়ন করা হয়। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ তালিকায় মৃত চিকিৎসক জীবেশ কুমার প্রামাণিক স্বপন ১৫ নম্বরে আছেন। প্রজ্ঞাপনটি চিকিৎসকদের নজরে এলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসা কর্মকর্তা মন্তব্য করেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাশা। সাত মাস আগে মৃত চিকিৎসকের নাম সংযুক্ত করাই প্রমাণ করে তারা কতটা ‘ব্যাকডেটেট’।

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, সংযুক্তিতে পদায়ন করা চিকিৎসকরা নিজ নিজ কর্মস্থলে থেকেই এখানে করোনা রোগীদের সেবা দেবেন। সম্ভবত ভুলবশত ডা. স্বপনের নামে এ তালিকায় রয়েছে। তিনি বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবহিত করবেন বলে জানিয়েছেন।

বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ ফোন না ধরায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল জানান, করোনাযুদ্ধে জীবন বিসর্জনকারী চিকিৎসককে নতুন করে আরেকটি হাসপাতালে পদায়ন (সংযুক্ত) করা বিস্ময়কর ব্যাপার। মৃত করোনা যোদ্ধা ডা. জীবেশ কুমার প্রামাণিক স্বপনের পদায়ন ভুলবশত হয়েছে। মঙ্গলবার বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দুই চিকিৎসকের ওপর হামলা, চট্টগ্রামে ২৪ ঘণ্টা সেবা দেবেন না চিকিৎসকরা
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী