X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ

কলকাতা প্রতিনিধি 
০৬ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০৯
image

করোনাভাইরাসের মহামারি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে। তবে এখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। এই আশঙ্কার মধ্যে স্বস্তির খবর হলো পশ্চিমবঙ্গে শনাক্তের হার কমতে শুরু করেছে। বাড়তে শুরু করেছে সুস্থতার হার।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৯৬২ জন। মাস দুয়েক আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৯২ জনের শরীরে মারণ ভাইরাসের হদিস মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৫৫। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৩৫ ও ৪৯ জন।

তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ৯২ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭ হাজার ২৪১ জন। একদিনে ভাইরাসের বলি ১৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৮৩৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬২০ জন। এ নিয়ে মোট ১৪ লক্ষ ৭২ হাজার ১৩২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৬৭ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১৭ হাজার ২৭৫ জন।

করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ২৭৯ জনের। সংক্রমণ ঠেকাতে তরান্বিত করা হয়েছে টিকাকরণের গতিও। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ৬ জুলাই পর্যন্ত প্রায় ৩ লক্ষ রাজ্যবাসী কোভিড ভ্যাকসিন পেয়েছেন। 

/জেজে/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা