X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কয়েকমাস ধরে অপারেশন করেছেন ভুয়া চিকিৎসক! 

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১০:০৯আপডেট : ০৭ জুলাই ২০২১, ১০:০৯

নোয়াখালীর চাটখিলে এক ভুয়া চিকিৎসককে (৩৬) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু সালেহ মোহাম্মদ মোসা মঙ্গলবার (৬ জুলাই) রাতে এ আদালত পরিচালনা করেন।  

দণ্ড পাওয়া ভুয়া চিকিৎসক ফয়সাল কবির ঢাকার মগবাজার এলাকার চেয়ারম্যান গলির মাহফুজুর রহমান ওসমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, রামগঞ্জে আল-ফারুক হাসপাতালের এক ভুয়া চিকিৎসক নিজেকে সার্জারি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে কিছুদিন আগে চাটখিল আসেন। গত কয়েক মাস ধরে এ ভুয়া সার্জারি বিশেষজ্ঞ চাটখিলের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের অস্ত্রোপচার করেছেন। খবর পেয়ে, নোয়াখালী জেলা বিএমএ’র সভাপতি ও চাটখিল নোমান হাসপাতালের মালিক ডা. নোমান অভিযুক্ত ব্যক্তি ফয়সাল কবিরকে চাটখিলে এনে তার সার্টিফিকেট যাচাই-বাছাই করেন। এসময় ভুয়া চিকিৎসকের কাগজপত্রে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোড জালিয়াতির প্রমাণ পান তিনি।

ভুয়া চিকিৎসক ফয়সাল কবির তিনি আরও জানান, পরে ওই ভুয়া চিকিৎসককে আটকে প্রশাসনের কাছে দেওয়া হয়। আটক ভুয়া চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে আইডির নাম বলেছে সে নামে আরেক জন চিকিৎসক আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ওই ডাক্তারের আইডি কপি করা হয়েছে। তার নামও ফয়সাল কবির এবং বাবার নামও একই। ওই চিকিৎসক ৩৯তম বিসিএসের অধীন নিয়োগ পেয়ে পীরগঞ্জে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাস করেছেন। কাকতালীয়ভাবে তাদের চেহারায়ও অনেক মিল রয়েছে। 

অভিযুক্ত ভুয়া চিকিৎসক ফয়সালের দাবি, তিনি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাস করেছেন। তবে তিনি প্রকৃত চিকিৎসক হিসেবে তার স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি।  

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু সালেহ মোহাম্মদ মোসা বলেন, বাংলাদেশ মেডিক্যার অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারায় ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে চাটখিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

 

/টিটি/
সম্পর্কিত
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
চার দফা দাবিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসদের অবস্থান কর্মসূচি
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বাড়লো আরও ২ দিন
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়