X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কান উৎসব ২০২১

সূচনায় স্বর্ণ পাম পেলেন জোডি ফস্টার, আজ বাংলাদেশের প্রিমিয়ার

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১৪:১৬আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪:১৬

এ যেন অপেক্ষার দীর্ঘ অবসান। ২০২০ সালে চলচ্চিত্র উৎসব কানের আয়োজন একেবারেই সংক্ষিপ্ত হওয়ায় এবার চলচ্চিত্রপ্রেমীরা উন্মুখ হয়েছিলেন আয়োজনটি নিয়ে।

দফায় দফায় কোয়ারেন্টিন পর্ব পার করে দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে হাজির হয়েছেন বিশ্ব তারকারা। অপেক্ষার অবসান হলো। গতকাল (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে অনেকটা জাঁকালোভাবেই পর্দা উঠলো ৭৪তম কান উৎসবের।

সম্মানসূচক স্বর্ণ পাম গ্রহণ করছেন জোডি ফস্টার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণ পাম পেয়েছেন আমেরিকান অভিনেত্রী জোডি ফস্টার। স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার তার হাতে পুরস্কার তুলে দেন। উদ্বোধনী মঞ্চে প্রধান বিচারক স্পাইক লি নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন সেনেগালিজ-ফরাসি পরিচালক মাতি দিওপ, আমেরিকান অভিনেত্রী ম্যাগি জিলেনহাল, ফরাসি অভিনেত্রী মেলানি ল্যঁহো, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলিও, কানাডিয়ান-ফরাসি সংগীতশিল্পী মিলেন ফারমা, অস্ট্রিয়ার পরিচালক জেসিকা হাউসনা, ফরাসি অভিনেতা তাহের রহিম ও দক্ষিণ কোরিয়ার অভিনেতা সঙ কাঙ-হো। 

উদ্বোধানী দিন (৬ জুলাই) দেখানো হয় লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রটি। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা। আর আজ (৭ জুলাই) ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের! অর্থাৎ ‘আঁ সার্তে রিগার’ (ভিন্ন দৃষ্টিকোণ) বিভাগে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’ দেখানো হবে এদিন। ইতোমধ্যেই নির্মাতা সাদ ও অভিনেত্রী বাঁধনসহ এর কলাকুশলীরা কানে পৌঁছেছেন।

স্পাইক লি’র সঙ্গে অন্য বিচারকরা জানা যায়, এবারের উৎসবে ২৪টি সিনেমা স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা করছে। এর বাইরে আউট অব কমপিটিশন, মিডনাইট স্ক্রিনিং, স্পেশাল স্ক্রিনিং, আঁ সার্তে রিগার ও কান প্রিমিয়ারে দেখানো হবে আরও সিনেমা। এবার প্রথমবারের মতো যোগ হয়েছে কান প্রিমিয়ার বিভাগ। এ শাখায় ১০টি সিনেমা দেখানো হবে। সিনেমা ফর ক্লাইমেট শাখায় দেখানো হবে সাতটি সিনেমা।

উৎসবের পর্দা নামছে ১৭ জুলাই।

সূত্র: কান ফিল্মফেস্ট, রয়াটর্স

/এম/এমএম/
সম্পর্কিত
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
‘আমি একটু অবাক’
‘আমি একটু অবাক’
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!