X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
কান উৎসব ২০২১

বিশ্ব চালায় গ্যাংস্টাররা: বিস্ফোরক মন্তব্য কান জুরি প্রধানের

বিনোদন ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১৪:৫৭আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৬:০২

শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান উৎসব। গতকাল (৬ জুলাই) থেকে ফরাসি সাগরপাড় থেকে বইছে সিনেমার সুবাতাস। তবে এর মধ্যেও উঠে এলো রাজনীতির গন্ধ। 

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের মূল জুরি বোর্ডের প্রধান মার্কিন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এক প্রশ্নে একহাত নিলেন ট্রাম্প-পুতিন-বলসোনারোর মতো বিশ্ব নেতাদের। তাদের সম্বোধন করলেন ‌‘গ্যাংস্টার’ হিসেবে। 

আয়োজনের সংবাদ সম্মেলনে জর্জিয়ার এক সাংবাদিক তার দেশে এলজিবিটি কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেদেশে অবস্থান করা রুশ বাহিনির হাতে হেনস্তা হওয়ার বিষয়টি তুলে ধরেন। 

এই প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সিনেমার লোকেরা কতটা অগ্রণী ভূমিকায় থাকতে চান। চলচ্চিত্রের বাইরে এসে অ্যাক্টিভিস্ট হিসেবে তারা কাজ করবেন কিনা!

এর প্রত্যুত্তরে স্পাইক লি এজেন্ট অরেঞ্জ (ডোনাল্ড ট্রাম্প), জাইর বলসোনারো ও ভ্লাদিমির পুতিনকে ‘গ্যাংস্টার’ হিসেবে উল্লেখ করেন।

কৃষ্ণাঙ্গ এ পরিচালক বললেন, ‘এদের মধ্যে কোনও নৈতিকতাবোধ নেই। আমরা এমনই এক পৃথিবীতে বাস করি; আমাদের এসব গ্যাংস্টারদের বিরুদ্ধে কথা বলতে হবে!’

এর আগের বক্তব্যে এই নির্মাতা চলচ্চিত্রে বর্ণবাদের প্রভাব নিয়ে কথা বলেন।

উদ্বোধনী মঞ্চে বিচারক দলের নেতৃত্ব দেন লি উল্লেখ্য, ১৯৮৬ সালে কান চলচ্চিত্র উৎসবে স্পাইক লি এর ‘শি'স গটা হ্যাভ ইট’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

কানের ৭৪ বছরের ইতিহাসে এবারই প্রথম মূল জুরি বোর্ডের প্রধান নির্বাচিত হয়েছেন কোনও কৃষ্ণাঙ্গ পরিচালক। এ কারণে উদ্বোধনের আগে স্পাইক লির সংবাদ সম্মেলনে বিশেষ নজর ছিল সাংবাদিকদের।

সূত্র: রয়াটর্স, ডিডাব্লিও

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!