X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনা রোগীদের সেবায় নিবেদিত চিকিৎসক নিজেই আক্রান্ত হলেন

যশোর প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৯:২০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:২০

যশোরের মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু করোনা পজিটিভ হয়েছেন। বুধবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শুভ্রারানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভ্রারানী দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. অনুপ কুমার বসু বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।  এখন তার অবস্থা বেশ ভালো।’

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ডা. বসু গত বছরে করোনাকাল থেকেই ঝুঁকি নিয়ে সন্দেহভাজন রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, আক্রান্ত বাড়ি লকডাউন করা, রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া, হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনা সিভিল সার্জন অফিসে পাঠানো, আগত ফলাফল আক্রান্তদের সরবরাহ করা, প্রশাসনের সঙ্গে করোনাকালে করণীয় সভায় যোগদান, করোনা সচেতনতামূলক প্রচারণা, সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও গণমাধ্যমকর্মীদের ব্রিফিং ইত্যাদি সবই করেছেন। গত একমাস ধরে মণিরামপুর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীদের বেড টু বেড চিকিৎসাসেবা দিয়েছেন।

মঙ্গলবার র‌্যাপিড টেস্টে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর থেকে গৃহবন্দি তিনি। স্ত্রী-সন্তানদের কাছ থেকে রয়েছেন আলাদা। কয়েকদিন টানা করোনা রোগীদের সেবা দিয়ে গত সোমবার থেকে অসুস্থ বোধ করেন ডা. অনুপ। আক্রান্ত হন জ্বর, সর্দি-কাশিতে। এখন জ্বর না থাকলেও পুরো শরীরে ব্যথা অনুভব করছেন। মাঝে মাঝে হচ্ছে কাশি।

নিজে আক্রান্ত হলেও পুরোপুরি বিশ্রামে যেতে পারছেন না এই চিকিৎসক। সিভিল সার্জন অফিস থেকে ফোকাল পারসন হিসেবে তার মোবাইল নম্বর দেওয়া থাকায় অনবরত কল করছেন রোগীর স্বজনরা। তাদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিতে হচ্ছে।

ডা. অনুপ সাংবাদিকদের বলেন, ‘সোমবার একটা রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় নিজে অসুস্থ বোধ করি। এরপর দ্রুত কেশবপুরের বাসায় চলে আসি। এখানে নিজে চিকিৎসা নিচ্ছি। পাশাপাশি মণিরামপুরের ২০০ রোগীকে মোবাইল ফোনে চিকিৎসা দিচ্ছি।’

 

/এমএএ/
সম্পর্কিত
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
চট্টগ্রামে চিকিৎসকের ওপর হামলায় বিএমএ’র প্রতিবাদ
ডেঙ্গু চিকিৎসায় যেসব পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া