X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ০২:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:৩৭

সাতক্ষীরার কলারোয়ায় রেজাউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।

রেজাউলের ছেলে পোলট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন বলেন, ‘ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন, আবজাল হোসেন ও আজগর হোসেন বেশ কিছুদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। বুধবার চাঁদা না দেওয়ার বিষয় নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে এক হয়ে একই গ্রামের হৃদয়, রুহুল আমিন, ইমানালী, মাজেদ ঢালী, হায়দার আলী ও রনি আমাকে মারপিট শুরু করে। এ সময় আমার বাবা বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। আহত অবস্থায় আমাদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’ 

তবে অভিযুক্ত উজ্জ্বল হোসেন বলেন, ‘পোলট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে আমাদের পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অহিদুজ্জামান বলেন, ‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মারামারির ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাইনি।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, শুনেছি মারামারির সময় পিটুনিতে ওই ব্যক্তি মারা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছি আমরা। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযোগ কিংবা মামলা হয়নি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশাচালককে হত্যা: দুজনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা