X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণের ভিডিও ধারণ, মীমাংসার জন্য অভিযুক্ত যুবকের কাছে টাকা দাবি 

গাজীপুর প্রতিনিধি 
০৮ জুলাই ২০২১, ১৪:১৮আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:১৮

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ঘটনার মীমাংসার কথা বলে অভিযুক্ত আমিনুল ইসলামের (২৫) কাছে টাকা দাবি এবং মারধর করে খোলা স্ট্যাম্পে স্বাক্ষর ও তার জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে।

ধর্ষণ ও ভিডিও ধারণে অভিযুক্ত আমিনুল ইসলাম জামালপুর জেলা সদরের হাজীপুরের ওরাঙ্গাটির শেখবাড়ির নুনু মিয়া ও কোহিনুর বেগমের ছেলে। সে টঙ্গীর মিলগেট চুড়ি কারখানার পেছনের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে টঙ্গীর কলাবাগান বস্তির এক তরুণীর সঙ্গে আমিনুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় মাস আগে আমিনুল ওই তরুণীকে গাজীপুর মহানগরের গাছা (তারগাছ) এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও তরুণীর ইমো অ্যাপে পাঠায়। ওই ভিডিওটি এলাকার আরও কয়েকজনের কাছে চলে যায়। ওই ভিডিওর বিষয়ে কথা বলতে রবিবার (৫ জুলাই) টঙ্গীর অলিম্পিয়া স্কুলমাঠে আমিনুলকে ডেকে নেয় ছাত্রলীগ নেতা রিপন এবং ইব্রাহিম, সানি ও পারভেজ ঢালীসহ বেশ কয়েকজন যুবক। পরে সেখানে আমিনুলকে মারধর ও ভয়-ভীতি দেখিয়ে মীমাংসার কথা বলা হয়। এরজন্য এক লাখ ৮০ হাজার টাকা দাবি করে যুবকরা। তারা আমিনুলের কাছ থেকে তার জাতীয় পরিচয়পত্র নিয়ে নেয় ও খোলা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। 

এ বিষয়ে গাজীপুর মহানগরের ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন জানান, মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণীর অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছিলাম। বাকি সব অভিযোগ মিথ্যা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রায় দেড় মাস আগে গাছা থানার তারগাছ এলাকায় একটি মেয়েকে ধর্ষণ করে মোবাইলফোনে ভিডিও ধারণের ঘটনার বিষয়ে শুনেছি। এখনও এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের