X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইরাক ও সিরিয়ায় মার্কিন স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২১, ১৯:৫১আপডেট : ০৮ জুলাই ২০২১, ২০:০০

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সেনাদের লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ও ড্রোন হামলা হয়েছে। বুধবার মার্কিন ও ইরাকের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে এসব হামলা হয়। এরমধ্যে ইরাকে মার্কিন সেনা অবস্থান করছেন এমন একটি বিমানঘাঁটিতে অন্তত ১৪টি রকেট আঘাত করেছে। এতে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ব্যক্তি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এসব হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীর পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি। তবে এটিকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ও অবস্থান লক্ষ্য করে সিরিজ হামলার অংশ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এসব হামলার নেপথ্যে ইরান সমর্থিত মিলিশিয়ারা জড়িত থাকতে পারে।

গত মাসে ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বিমান হামলায় চার সদস্য নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়েছিল ইরান সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী।

ইরাকে মোতায়েনকৃত জোটের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল ওয়েন মারোত্তো জানান, পশ্চিম ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে রকেট হামলায় দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। রকেটগুলো ঘাঁটির ভেতরেই পড়েছে।

তিনি আরও জানান, এর আগে আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, আহত দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার সকালে বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করা হয় বলে ইরাকের নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। দূতাবাসের রকেটবিধ্বংসী ব্যবস্থা একটি রকেটকে অন্যদিকে ধাবিত করে। দ্বিতীয় গ্রিন জোনের ভেতরেই পড়েছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস জানায়, আল ওমর তেলক্ষেত্রে ড্রোন হামলায় কোনও ক্ষতি হয়নি। ইরাক সীমান্তে এই তেলক্ষেত্র অবস্থিতি। এর আগে ২৮ জুন এখানে মার্কিন সেনারা রকেট হামলার মুখে পড়লেও আহত হওয়া থেকে বেঁচে যায়।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনও সামরিক ব্যক্তিত্ব আহত ও ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের সেনা কর্মকর্তারা বলছেন, সম্প্রতি যে গতিতে মার্কিন সেনা মোতায়েন আছে এমন ঘাঁটিতে রকেট ও বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা শুরু হয়েছে, তা একেবারে নজিরবিহীন।

ইরাকি সূত্র জানায়, বুধবারের হামলায় ব্যবহৃত একটি রকেট লঞ্চার একটি ট্রাকে বসানো ছিল। কাছাকাছি দূরত্বে একটি ফসলের ক্ষেতে থাকা ট্রাকটিকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

কুর্দিশ গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার উত্তর ইরাকে আরবিল বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। এখানে মার্কিন সেনাদের একটি ঘাঁটি রয়েছে।

এর আগে সোমবারও আইন আল-আসাদে তিনটি রকেট আঘাত করলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া