X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সেন্টমার্টিনে রহস্যজনক রোগ, বঙ্গবন্ধুর উদ্বেগ

উদিসা ইসলাম
০৯ জুলাই ২০২১, ০৮:০০আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৯ জুলাইয়ের  ঘটনা।)

১৯৭৩ সালের ৯ জুলাই সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টমার্টিন দ্বীপে  আমলযোগ্য রহস্যজনক রোগের খবরে উদ্বেগ প্রকাশ করেন। ওই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ওসমান সরওয়ার আলম চৌধুরী সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রতি বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করেন।

সরওয়ার আলম চৌধুরী বলেন, ‘কালবিলম্ব না করে এ রোগের প্রতিষেধক ব্যবস্থা গ্রহণের জন্য বঙ্গবন্ধু তাকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।’

বঙ্গবন্ধুর নির্দেশ অনুসারে সরওয়ার আলম চৌধুরী  চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে দেখা করেন। স্বাস্থ্যমন্ত্রী সেন্টমার্টিন দ্বীপে রোগ প্রতিষেধক পাঠানোর ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য দফতরে নির্দেশ দেন। কিন্তু সেখানে কোনও চিকিৎসক পাঠানো যাচ্ছে না বলে মন্ত্রী ও সংসদ সদস্য বিকল্প ব্যবস্থা হিসেবে এলাকার একজন তরুণকে পর্যাপ্ত ও যথাযথভাবে ট্রেনিং দিয়ে চিকিৎসা করার জন্য পাঠানোর ব্যাপারে আলোচনা করছেন।

স্বীকৃতির সময় এখনও আসেনি

বাংলাদেশকে উপযুক্ত সময়ে আইনগতভাবে স্বীকৃতি প্রদানের জন্য সরকারকে ক্ষমতা প্রদানের নিমিত্তে প্রেসিডেন্ট ভুট্টো এদিন রাতে জাতীয় পরিষদের প্রতি অনুরোধ জানান। জাতীয় পরিষদে প্রেসিডেন্ট ভুট্টো ঘোষণা করেন যে, ‘যুদ্ধবন্দিদের স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পূর্বশর্ত। সমতার ভিত্তিতে আলোচনা অনুষ্ঠানে আমরা প্রস্তুত আছি। এই উদ্দেশ্যে সিমলা চুক্তি করা হয়েছে।’

দৈনিক ইত্তেফাক, ১০ জুলাই ১৯৭৩ ভুট্টো বলেন, ‘শুভেচ্ছা এবং অভিনন্দন ছাড়া আমরা শান্তি স্থাপন করতে পারি না। শান্তির পথে কদম কদম এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। যুদ্ধবন্দিদের প্রত্যার্পণের ব্যাপারে আমরা ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ তিনি ঘোষণা করেন, ‘দেশের স্বার্থে যখন উপযুক্ত সময় বলে বিবেচিত হবে, একমাত্র তখনই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কথা হবে।’

খন্দকার মোশতাক নয়া দিল্লি যাচ্ছেন

বন্যা নিয়ন্ত্রণ ও প্রাণিসম্পদ মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ ১৪ জুলাই নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ভারতীয় বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রীর সঙ্গে দুই দেশের সাধারণ নদীগুলোর পানি ভাগাভাগির বিষয়ে আলোচনা করবেন। এদিন বাসসের খবরে প্রকাশ, তিনি যেসব বিষয় আলোচনা করবেন, তার মধ্যে রয়েছে— বাংলাদেশ ও ভারতের সাধারণ নদীগুলোর পানি ভাগাভাগি, ফারাক্কা এবং বাংলাদেশ যৌথ নদী কমিশন কাজের অগ্রগতি।

সারের মূল্য হ্রাসের সিদ্ধান্ত

সরকারের উৎপাদক স্তরে সারের মূল্য হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অধিক খাদ্য উৎপাদনে সর্বাধিক পরিমাণে উৎসাহ প্রদানের জন্য সরকার মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেয়। ইউরিয়া সারে প্রতি বস্তায় ১০ টাকা হ্রাস করা হবে। এর ফলে চলতি অর্থবছরে ১২ কোটি টাকা লোকসান দিতে হবে। এ ব্যাপারে সরকারি ঘোষণা হয়েছে— ইউরিয়া সারের মূল্য প্রতি বস্তা ৪০ টাকা থেকে ৩০ টাকাএবং টিএসপির মূল্য প্রতি বস্তা ৩০ থেকে ৪০ টাকা ধার্য করা হয়।

ডেইলি অবজারভার, ১০ জুলাই ১৯৭৩ স্বীকৃতি উপমহাদেশে উত্তেজনা প্রশমিত করবে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন বলেন, ‘পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলে উপমহাদেশে উত্তেজনা প্রশমিত হবে। ইন্দোনেশিয়ায় তিন দিনের সফরে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আদম মলিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি সমর্থনের অন্যতম প্রধান কারণ— বাংলাদেশ কোনও সামরিক জোটের সদস্য নয়।’

/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী