X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উপহারের ঘরের চারপাশে হাঁটুপানি

দুলাল আবদুল্লাহ, রাজশাহী 
০৯ জুলাই ২০২১, ১০:০০আপডেট : ০৯ জুলাই ২০২১, ১০:০০

‘মাথা গোঁজার ঠাঁই ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্নের বাড়ি উপহার দিয়েছেন। এজন্য কৃতজ্ঞতার শেষ নেই। তবে বর্ষা মৌসুমে এখন বাড়ি থেকে বের হওয়ার কোনও রাস্তা নেই। বাড়ির চারদিকে হাঁটুপানি। কাজ করে দিন শেষে ঘরে ফিরতে ভোগান্তির শেষ নেই আমাদের।’

এভাবেই নিজেদের দুর্ভোগের কথা জানালেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালি দক্ষিণপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় পালি দক্ষিণপাড়া গ্রামে প্রথম দফায় ৩২টি এবং দ্বিতীয় দফায় আরও ১৪টিসহ ৪৬ পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাতটি ঘরের চার পাশে হাঁটুপানি

সরেজমিনে দেখা যায়, পালি দক্ষিণপাড়া গ্রামে নিচু জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সাতটি ঘরের চার পাশে এখন হাঁটুপানি। ঘর থেকে বের হওয়ার কোনও রাস্তা নেই। জলাবদ্ধতা দেখা দেওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এসব ঘরের বাসিন্দা। 

ঘরের বাসিন্দা মো. রুবেল, রোজিনা আক্তার ও আলেকজান জানান, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে আমরা আনন্দিত। মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ায় কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের ঘরের জায়গা নিচু হওয়ায় চারদিকে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে পানি জমে থাকায় মশা-মাছি ও পোকা-মাকড় বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায়ও ঘরে বসে থাকলে মশা কামড়ায়। পচা পানির দুর্গন্ধ আসে। মাঝেমধ্যে ঘরের ভেতরে বিভিন্ন পোকা-মাকড় ওঠে। এই দুর্ভোগ নিরসন হলে আমরা শান্তিতে বসবাস করতে পারতাম। জলাবদ্ধতা নিরসনে রাস্তা তৈরি করে দিলে আমরা উপকৃত হবো।

ঘর থেকে বের হওয়ার কোনও রাস্তা নেই

দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেলাল হোসাইন বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুর্গাপুরে ৪৬ পরিবারকে ঘর দেওয়া হয়েছে। প্রকল্পের ঘরগুলো যাতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের নজরদারি রয়েছে। আমরা একটা ব্যবস্থা নেবো।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন মৃধা বলেন, দুর্গাপুরের ওই গ্রামটি এমনিতেই নিচু। তারপর আবার বর্ষা মৌসুম। বর্ষা এলে ওই গ্রামের সবার বাড়ির চার পাশে পানি জমে। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর মেঝে অনেক উঁচু করা হয়েছে। সেখানে পানি ওঠার কোনও সুযোগ নেই। তারপরও আমাদের নতুন বাজেটে ওই এলাকায় রাস্তা তৈরির জন্য প্রকল্প হাতে নেওয়া হবে। যাতে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি না হয় হয়।

/এএম/
সম্পর্কিত
কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!